গোটা দেশ যখন অলিম্পিক্সে নারীসাফল্য নিয়ে উৎসবে মাতোয়ারা, তখন সম্পূ্র্ণ অন্য পথে হাঁটলেন মালয়লম পরিচালক সনল কুমার শশীধারণ। যে পথে কদিন আগেই হেঁটে বিতর্কে জড়িয়েছেন শোভা দে এবং রাম গোপাল বর্মা। তিনি আবার সকল অলিম্পিয়ানের উদ্দেশ্যে বলেননি। তাঁর নিশানায় ছিল পি ভি সিন্ধু।
শুক্রবার ফেসবুকে, সনল কুমার শশীধারণ, মালয়লম ভাষায় একটি ট্যুইট করেন যাতে লেখা ছিল, ‘সবাই সিন্ধুর জয় সেলিব্রেট করছে এখন। কি হবে যদি আমি এর উপর থুথু ফেলি! এত সেলিব্রেশনের কি আছে এতে।’ এর ফলে স্বভাবতই সমালোচনায় জড়িয়ে পড়েন এই পরিচালক। কমেন্টে বহু মানুষ তাঁর নিন্দে করেন। তিনি অবশ্য পরে বলেন, ‘আমি শুধু মাত্র মজা করতে চেয়েছিলাম। এক ধরনের ব্ল্যাক কমেডি এটা। যারা আমার সমালোচনা করছেন, তাঁরা মজাটা বুঝতে পারেননি।’