SEND FEEDBACK

English
Bengali
English
Bengali

এই মাছ থেকে সাবধান! অন্য জগতে চলে যেতে পারেন আপনি

নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | ডিসেম্বর ৩১, ২০১৬
Share it on
সোনালি ও হলুদ রঙের আঁশযুক্ত। আর পাঁচটি মাছের মতোই দেখতে এই মাছটিকেও। কিন্তু এর ক্ষমতা মারাত্মক।

মাছ ছাড়া বাঙালির কথা ভাবাই যায় না। খাস বাঙালির পাতে মাছ না পড়লেই যেন মনের মাঝে তুলকালাম। কিন্তু এমন মাছের কথা কি কোনওদিন শুনেছেন, যা খেলে রীতিমতো নেশা হয়ে যাবে আপনার? এমনি নেশা নয়, এই মাছ খেলে হেরোইন বা কোকেনের মতো নেশা হতে পারে আপনার। সোনালি ও হলুদ রঙের আঁশযুক্ত আর পাঁচটি মাছের মতোই দেখতে এই মাছটিকেও। কিন্তু এর ক্ষমতা মারাত্মক। এই মাছ খেলেই আপনার এমন নেশা হবে, যে তা কোনও ড্রাগের সমতুল্য। আরবি ভাষায় মাছটির নাম ‘সারপা সালপা’। ২০০৬ সালে এই মাছটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ পায়।

আরও পড়ুন

• সারা রাত গান গায় এই মাছ। শোনা যায় ডাঙা থেকেই...

• বঁড়শিতে ১৭ কেজির কী ধরা পড়ল? মাছ না সাপ?

• দিঘায় ৩৬ কেজির দুষ্প্রাপ্য মাছ, দাম উঠল ৭ লাখ টাকা

১৯৯৪ সালে প্রথম এই মাছের খবর পাওয়া যায়। এক ব্যক্তি বেকড সারপা সালপা খেয়েছিলেন। তার পর সেই ব্যক্তির অসম্ভব রকম ভাবে হ্যালুসিনেশন হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, ওই ব্যক্তিকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল। ৩৬ ঘণ্টা পর তিনি সুস্থ হয়েছিলেন। মাছটি খাওয়ার পরে প্রায় একই রকম অনুভূতি হয়েছিল সেন্ট ট্রোপেজের ৯০ বছরের এক বৃদ্ধারও।

মাছটি নিয়ে এখনও গবেষণা চলছে। বিজ্ঞানীদের ধারণা, কিছু খাবার খাওয়ার ফলেই মাছটির দেহে এক প্রকার বিষাক্ত ড্রাগ তৈরি হয়। যার ফলে হ্যালুসিনেশনের শিকার হন মানুষ। তবে এই ব্যাপারে এখনও গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা।

sarpa salpa Fish drug
Share it on
Community guidelines
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -