আসছে বর্ষা, বাড়তে পারে নিপার প্রকোপ, ভুলেও করবেন না এই কাজগুলি
নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | ৮ জুন, ২০১৮, ১৮:৫৪:৩২
চিকিৎসকেরা জানাচ্ছেন, বর্ষায় অনেক জীবাণুই সক্রিয় হয়ে ওঠে। সেই হিসেবে নিপা ভাইরাসের সক্রিয়তাও বাড়তে পারে এই সময়ে।
নিপা ভাইরাস ছড়াচ্ছে বাদুড়েরা। ছবি: পিক্স্যাবে।
দেশ জুড়ে নিপা ভাইরাস-আতঙ্ক ক্রমশ বাড়ছে। কেবল কেরল থেকেই ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী সবাইকে সতর্ক থাকতে বলেছেন। এদিকে বর্ষা সবে আত্মপ্রকাশ করেছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, বর্ষায় অনেক জীবাণুই সক্রিয় হয়ে ওঠে। সেই হিসেবে নিপা ভাইরাসের সক্রিয়তাও বাড়তে পারে এই সময়ে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, চিকিৎসকেরা বিশেষ কয়েকটি ব্যাপারে সতর্ক থাকতে বলছেন সকলকে। জেনে নিন কোন কোন সতর্কতা—
- যে সব বাড়িতে বাদুড়ের আনাগোনা, সেই বাড়ির আশপাশে না যাওয়াই ভাল।
- যে কোনও ধরনের ফল খাওয়ার আগে ভাল করে ধুয়ে নিন। আম, কলা বা খেজুড় খাওয়ার আগে ভাল করে খেয়াল রাখুন। ফল খান, কিন্তু সাবধানে।
- কোনও রোগীর মধ্যে নিপা ভাইরাস সংক্রামিত হওয়ার লক্ষণ দেখলেই তাঁর সংস্পর্শ এড়িয়ে চলুন।
- বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন।
- পানীয় জলের ব্যাপারেও সাবধান। পরিশ্রুত পানীয় জল খান।