ছোটবেলা থেকেই সবাইকে শেখানো হয় সাধারণ স্বাস্থ্যবিধি। বড় হয়ে সেগুলি জীবনে মেনে চলেন না অনেকেই। সাধারণ ধারণা হল ভারতীয় মেয়েরা ভারতীয় ছেলেদের তুলনায় অনেক বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন। তাঁরা এক জামা পর পর দু’তিন দিন না কেচে পরেন না। অন্তর্বাসও বদলান দিনে দু’তিনবার।
ওদিকে ভারতীয় পুরুষদের মধ্যে কিন্তু অন্তর্বাস না কেচে দিনের পর দিন পরে চলার স্বভাব রয়েছে। একথা জানেন সবাই, কিন্তু যাঁরা করেন তাঁরা কোনওদিনই মানেন না। তবে কথায় বলে না যে ‘সত্যি কথা কোনও দিন চাপা থাকে না’।
সম্প্রতি রাজধানী দিল্লিতে, ব্ল্যাকবেরি-র ‘জাস্ট ব্যাং অন’ ক্যাম্পেনে একটি মজাদার উদ্যোগ নেওয়া হয়। পুরুষের অন্তর্বাসের মতো করে ভাঁজ করা একটি বিশাল কাগজে মহিলাদের বলা হয় তাঁদের বয়ফ্রেন্ডের অন্তর্বাসের সম্পর্কে কিছু লিখতে।
বলা বাহুল্য নানা ধরনের মজাদার কমেন্ট লেখা হয়। কেউ বলেছেন ‘চাড্ডি’ পরিবর্তন করতে, তো কেউ ভাল করে কাচতে বলেছেন। কেউ আবার আর একটু ‘কালারফুল’ অন্তর্বাস কেনারও সাজেশন দিয়েছেন। আর কী কী বলেছেন ভারতীয় মেয়েরা অন্তর্বাস নিয়ে তা জানতে নীচের লিংকটি ক্লিক করুন—
আরও পড়ুন
অন্তর্বাস ভুললেন অভিনেত্রী! পরে নিলেন জনসমক্ষে!
পুরুষাঙ্গে যন্ত্রণা? যে ১০টি কারণে হতে পারে
শরীর-মনে আরাম দিতে মেয়েদের ৮ রকম অন্তর্বাস