অল্পবয়সি মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রেই অত্যন্ত যন্ত্রণা হয় হেভি পিরিয়ডের সময়। এটিকে অনেকে খুবই স্বাভাবিক বলে মনে করেন। কিন্তু আসলে এই বিষয়টি একটি ডিসঅর্ডারের কারণে ঘটে যাকে বলে এন্ডোমেট্রিওসিস, যার অর্থ ইউটেরাইন টিস্যুর অস্বাভাবিক গ্রোথ।
যে সব মেয়েরা পিরিয়ডের সময়ে এই সমস্যার সম্মুখীন হন, সাম্প্রতিক একটি গবেষণা বলছে, তাঁদের মধ্যে হৃদরোগের সম্ভাবনা অত্যন্ত বেশি। এক লক্ষেরও বেশি মহিলাদের মধ্য এই সমীক্ষাটি করে জানা গিয়েছে, এন্ডোমেট্রিওসিসের ফলে হৃদরোগের আশঙ্কা অত্যন্ত বেশি থাকে।
দেখা গিয়েছে, যাঁদের এই সমস্যা রয়েছে তাঁদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রায় ২ গুণ বেশি তাঁদের তুলনায় যাঁরা এই সমস্যায় ভোগেন না। তাছাড়া এন্ডোমেট্রিওসিস থেকে মুক্তি পেতে ইউটেরাস Hew বা ওভারি সার্জারির মাধ্যমে বাদ দিলেও বাড়তে পারে হৃদরোগের সমস্যা।
আরও পড়ুন
যে ৭টি অবাক করা কারণে পিরিয়ডস দেরি করে হতে পারে
পিরিয়ডস নিয়ে এবার ভিডিও সং, দেখুন ভিডিও
পিরিয়ডের সময় যে ৮টি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত