দৈবভূমি ভারতবর্ষ। হাজার হাজার বছর ধরে অসংখ্য মুনি, ঋষি, সন্নাসী, এবং মহাপুরুষের জন্মস্থান। এই দেবভূমিতে এক বিশাল ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় চারটি স্থানে। এই স্থানগুলি হল— প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী এবং নাসিক। প্রতি বারো বছর অন্তর এই চারটি স্থানে পূর্ণ কুম্ভমেলা অনুষ্ঠিত হলেও প্রতি ছয় বছর অন্তর অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ মেলা।
এবার অর্ধকুম্ভ অনুষ্ঠিত হতে চলেছে প্রয়াগে। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমক্ষেত্র এই প্রয়াগ। এই ত্রিবেণীতে স্নানের অনেক পূণ্যফল থাকে। উল্লেখ্য কুম্ভে বিশেষ বিশেষ পূণ্য তিথির স্নানকে ‘শাহি স্নান’ বলে।
এবারের অর্ধকুম্ভের প্রথম শাহি স্নান মকর সংক্রান্তি তিথিতে অর্থাৎ ৩০ পৌষ বা ১৫ জানুয়ারি, ২০১৯ তারিখে। পৌষ মাসের সংক্রান্তিতে সূর্যদেব যখন উত্তরায়নের মকর রাশিতে যান সেই সময়ে এই স্নান অনুষ্ঠিত হয়। এটি একটি গুরুত্বপূর্ণ তিথি।
এবারের অর্ধকুম্ভের গুরুত্বপূর্ণ স্নান হল তৃতীয় শাহি স্নান। এই দিন মৌনী অমাবস্যা। প্রয়াগে মোট ছয়টি শাহি স্নানের দিন রয়েছে। তীর্থরাজ প্রয়াগে অর্ধকুম্ভ স্নান করলে সহস্রবার অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয় তার সমান ফল লাভ হয়। অর্ধকুম্ভ পর্বের যোগ ও স্নানের তারিখগুলি হল—
১. প্রথম শাহিস্নান - মকর সংক্রান্তি। ৩০ পৌষ, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
২. দ্বিতীয় শাহিস্নান - পৌষী পূর্ণিমা। ৬ মাঘ, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার
৩. তৃতীয় শাহিস্নান - মৌনী অমাবস্যা। ২০ মাঘ, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
৪. চতুর্থ শাহিস্নান - বসন্ত পঞ্চমী। ২৬ মাঘ, ১০ ফেব্রুয়ারী ২০১৯ রবিবার
৫. পঞ্চম শাহিস্নান - মাঘী পূর্ণিমা। ৩০ মাঘ, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
৬. ষষ্ঠ শাহিস্নান - মহা শিবরাত্রি। ১৯ ফাল্গুন, ৪ মার্চ সোমবার ২০১৯