ধনতেরস উপলক্ষে গয়না বা সোনা কেনার পাশাপাশি দামি রত্ন কেনার চলও রয়েছে। সনাতন জ্যোতিষ এই বিশেষ তিথি ও রত্নের চরিত্র বিচার করে কয়েকটিকেই মাত্র নির্দেশ করে ক্রয়ের জন্য। জ্যোতিষ মতে, এই দিন এই ক’টি বিশেষ রত্ন ক্রয় করলে ক্রেতার ভাগ্যে আসতে পারে বেশ কিছু সদর্থক পরিবর্তন।
জেনে নেওয়া যাক, রত্নগুলি ও তাদের গুণ সম্পর্কে।
• নীলা— নীলা ব্যবসায়িক সমৃদ্ধি ডেকে আনে। ব্যবসায়ীর সামনে নতুন সুযোগকে উন্মুক্ত করে। নীলা ধারণে শনির প্রকোপও প্রশমিত হয়।
• চুনি— ধনতেরাস উপলক্ষে এই রত্ন কিনলে মানসিক শান্তি পেতে পারেন। চুনি ধারণে মনোবল বৃদ্ধি পায়। তা ছাড়া চুনি পারিবারিক সুখ, ধনবৃদ্ধি ও ব্যক্তিত্বের বিকাশকেও সূচিত করে।
• গোমেদ— এই রত্ন ক্রয় ও ধারণে অপ্রিয়তা দূর হয়, শত্রু নাশ হয়। পেশার জগতে বাধা দূর হয়।
• প্রবাল— অবশ্যই ধারণকারীর সৌভাগ্য সূচিত করে। আত্মবিশ্বাস বাড়ায়। অশুভ শক্তিকে দূরে রাখে।
• ক্যাটস আই— শত্রুদের প্রতিহত করে, ধনবৃদ্ধি ঘটায়। পুরনো দেনা শোধে সাহায্য করে।