শবদেহ দেখলে করুন এই চারটি কাজ, অবশ্যই হবে পুণ্যলাভ
নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | ১৮ জুন, ২০১৮, ০৭:৩০:০৪ | শেষ আপডেট: ১৮ জুন, ২০১৮, ১৬:২৫:২৫
সামনে শবযাত্রা দেখলে কোন কোন কাজ করলে পুণ্যলাভ হবে জেনে নিন।
সনাতন হিন্দু ধর্ম অনুসারে, শবযাত্রায় অংশ নেওয়া অত্যন্ত পুণ্যের কাজ। প্রতীকী ছবি: শাটারস্টক।
মৃত্যুর পরেও হেঁটে যাওয়া যতই কবির প্রার্থিত হোক, বাস্তবে তা হয় না। মানুষকে অন্যের কাঁধে চড়েই পৌঁছতে হয় শেষ গন্তব্যে। শবযাত্রা নিয়ে মানুষের বহু সংস্কার রয়েছে। জেনে নিন, শবযাত্রার সময়ে কোন কোন কাজ করলে পুণ্যলাভ হবে—
এই বিষয়ে অন্যান্য খবর
স্বর্গ ও নরক কি সত্যিই রয়েছে! কী জানাচ্ছেন ধর্ম ও বিজ্ঞানের মানুষ
- সনাতন হিন্দু ধর্ম অনুসারে, শবযাত্রায় অংশ নেওয়া অত্যন্ত পুণ্যের কাজ। শবদেহ নিয়ে যাওয়ার সময়ে কাঁধ দিলে পুণ্যলাভ হয়।
- চোখের সামনে দিয়ে শবযাত্রা গেলে দাঁড়িয়ে পড়ুন। প্রথমে শবযাত্রাটিকে এগিয়ে যেতে দিন। তার পর ভগবানের উদ্দেশে মৃত ব্যক্তির আত্মার শান্তির কামনা করুন।
- শবদেহ দেখলে মনে মনে রামনাম জপ করুন। তুলসীদাসের ‘রামচরিতমানস’ অনুসারে, রামনাম জপ করলে ভগবান শিব প্রসন্ন হন। শিবপুরাণে বলা হয়েছে, মৃত্যুর পরে আত্মা পরমাত্মা অর্থাৎ শিবের দেহে বিলীন হয়ে যায়। সেই জন্যই শবদেহ দেখলে রামনাম জপ করতে বলা হয়।
- শবযাত্রার সামনে পড়ে গেলে মৌন থাকতে হয়। গাড়ি বা বাইকে থাকলে অযথা হর্ন বাজানো উচিত নয়। মৃত ব্যক্তির প্রতি যথাযথ সম্মান প্রদর্শিত হয় নীরবতাতেই।