আজ মঙ্গলবার। দিনটি অত্যন্ত পুণ্যের। আজ মঘা পূর্ণিমা। এদিন গঙ্গাস্নান করলে ভগবান বিষ্ণুর কৃপালাভ করা যায়। জেনে নিন কী ভাবে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এদিন গঙ্গাস্নান অত্যন্ত পুণ্যদায়ী। বিশেষত, সূর্যোদয়ের আগে গঙ্গাস্নান করলে পুজো করলে সন্তুষ্ট হন বিষ্ণু। গঙ্গাস্নান করার পরে সূর্যকে অর্ঘ্য নিবেদন করতে হবে। তবে গঙ্গাস্নান করা যদি সম্ভব নাও হয়, তাহলেও উপায় আছে। সেক্ষেত্রে স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে নিতে হবে। স্নান শেষে পুজো করতে হবে। পরে গরিব-দুঃখীকে দান করতে হয়। এতে আপনার পাপমুক্তি ঘটবে।
পুরাণ অনুযায়ী, এদিন বিষ্ণু নেমে আসেন পৃথিবীতে। তিনি গঙ্গার জলে স্নান করেন। এমনিতেই গঙ্গাস্নান হিন্দু ধর্মে অত্যন্ত পুণ্যের ধরা হয়। কিন্তু আজকের দিনটি সত্যিই বিশেষ। আর তার পিছনে রয়েছে এই বিশ্বাস যে, এদিন স্বয়ং বিষ্ণু গঙ্গাস্নান করেন।
মঘা পূর্ণিমায় গঙ্গাস্নান ও পুজো করলে বৈকুণ্ঠ ধামে গতি হয়। কেবল আজকের দিনেই নয়, মাঘ মাস জুড়ে জপ, তপ, ধ্যান ও দান করলে ভগবান বিষ্ণু তুষ্ট হন। এ মাসে তিল, গুড় ও কম্বল দান করা অত্যন্ত পুণ্যদায়ী বলে ধরা হয়।