নিজেকে পরিচয় দিতেন ‘ব্রায়ান ফ্রম ক্যালিফোর্নিয়া’ বলেই। তবে, শাহরুখের কায়দায় ‘নাম তো শুনা হোগা’ বলতেন না এই যুবক। পরিবর্তে সরাসরি সঙ্গমের প্রস্তাব দিতেন ব্রায়ান। পথচলতি যে কোনও মহিলাকে দেখলে প্রথম প্রশ্নটাই করতেন, ‘আপনি কি আমার সঙ্গে সেক্স করবেন?’ একটা দুটো নয়, পরিসংখ্যান বলছে, গুণে গুণে ২০০জন মহিলাকে এমন প্রস্তাব দিয়েছেন এই যুবক।
স্বাভাবিকভাবেই উত্তরে থাকত বৈচিত্র্য। কখনও মুখে উত্তর না-দিয়েও হাতে জবাব দিতেন মহিলারা। রকমারি এই উত্তরসমগ্রকে রেকর্ড করে রাখতেন ব্রায়ান। কারণ, ইউরোপিয়ান এবং আমেরিকান মহিলাদের মানসিকতা বোঝার জন্য এই সমীক্ষা চালিয়েছিলেন তিনি। সমীক্ষার সুবাদেই এই গর্হিত প্রশ্নটি তাঁকে করতে হত। আমেরিকায় শতকরা একশ শতাংশ উত্তরই ছিল নেচিবাচক কিন্তু ইউরোপের ক্ষেত্রে উত্তর ছিল আলাদা।
আরও পড়ুন
কোন ৭টি কারণে বয়সে বড় মহিলাদের প্রতি বেশি আকৃষ্ট হন পুরুষেরা?
৪০০ জনের সঙ্গে সেক্স! কিন্তু কেন বিরক্ত যুবক?
ইউরোপে এই প্রশ্নের উত্তরে নানা ধরণের প্রতিক্রিয়া পেয়েছেন ব্রায়ান। সেখানে রাগ, আগ্রহ, গোল্লাচোখ, খুশি, মজা সবই পেয়েছেন এই যুবক। কিন্তু, এই অদ্ভুত অ্যাসাইনমেন্টে গিয়ে তাঁর কপালে যা জুটেছে, তা দেখে হেসে কুটেপাটি খাচ্ছে সোশ্যাল মিডিয়া। ২০০ উত্তর-সম্বলিত সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল।
দেখুন সেই ভিডিও