পাশাপাশি বসে দু’জন। মগ্ন মোবাইলের স্ক্রিনে ভিডিও দর্শনে। এ আর এমন কী বলার মতো ব্যাপার, খুবই চেনা এক দৃশ্য। কিন্তু যদি এই দু’জনের একজন হয় মানুষ আর অন্যজন না-মানুষ? না-মানুষ বলতে নিরীহ পোষ্য নয়, বিরাট এক গরিলা! হ্যাঁ, শুনতে যতই অবাস্তব লাগুক, ঘটনাটা এক্কেবারে জলজ্যান্ত সত্যি। ঘটেছে মার্কিন মুলুকের এক চিড়িয়াখানায়।
গরিলার পাশে বসে গরিলা-শিশুদের একটি ভিডিও দেখছিলেন এক ভদ্রমহিলা। ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কাচের এনক্লোজারের দু’পারে ছিলেন দু’জন। মন দিয়ে লিন্ডসে কোস্টেলাে নামের ওই মহিলার হাতের মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়েছিল শ্রীযুক্ত গরিলামশাই। সে যে বেশ মজা পাচ্ছিল তা ছবিতে তার মুখের অভিব্যক্তি থেকে স্পষ্ট।
লুইসভিল চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলেন লিন্ডসে। সেখানেই গরিলাটির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। গরিলার খাঁচার সামনে বসে তাকে ভিডিওটি দেখাচ্ছেন লিন্ডসে, সেই ছবি লিন্ডসে পোস্ট করেন ইনস্টাগ্রামে। সঙ্গে লিখে দেন— ‘আমার নতুন বন্ধু এবং আমি উপভোগ করছি শিশু গরিলার ভিডিও।’
এই সেই ভাইরাল হওয়া ছবি। লিন্ডসে কোস্টেলোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।
পোস্টটি ৯০০-এর বেশি লাইক পেয়ে গিয়েছে এর মধ্যেই। মজার এই ছবিটি অনেকেই শেয়ার করেছেন। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, লিন্ডসে দেখেছিলেন এক ভদ্রমহিলা গরিলাকে ভিডিও দেখাচ্ছেন। সেটা দেখার পরে তিনিও একই ভাবে গরিলার পাশে বসে পড়েন। দেখাতে থাকেন ভিডিও।
তিনি লক্ষ করেন, একটি ভিডিও দেখতে দেখতে নতুন ভিডিও দেখার ইচ্ছে হলে গরিলা তার হাত তুলে ইশারা করছিল! এমনকী, ফোনটাকে তার থেকে একটু দূরে নিয়ে গেলে সে উঁকি মেরে দেখার চেষ্টা করছিল।
অতিকায় গরিলা ও একটি মেয়ের গল্প হিসেবে দশকের পর দশক জুড়ে ‘কিং কং’ ছবিটা সারা পৃথিবী জুড়ে সকলের মন জয় করেছে। সাতের দশকের ‘কিং কং’-এ জেসিকা ল্যাং-এর মতো বিশ্বমানের অভিনেত্রীর অভিনয় আজও সকলের মনে আছে। তার পরেও বারে বারে কিং কং ফিরে এসেছে রুপোলি পর্দায়।
লিন্ডসের গরিলার সঙ্গে বসে ভিডিও দেখার ছবি কি সিনেমার সেই আমেজকেই ফিরিয়ে আনছে পরোক্ষে? কারণ যাই হোক, ছবিটা দেখে কেউ কেউ ইনস্টাগ্রামে মন্তব্য করেছে, ভিডিওটা দেখে তাদের দিনটাই সুন্দর হয়ে গিয়েছে।