সাপে নেউলে যুদ্ধের ব্যাপারে অনেকেই শুনেছেন। কিন্তু সাপ আর বাদুড় শুনলেই গা শিউরে ওঠে। এমনই ঘটনা ঘটে গেল অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। এই ভয়ানক ধস্তাধস্তির ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
‘ডেলি মেল’-এর খবর অনুযায়ী, এই ভিডিওটি তুলেছেন টনি মরিসন বলে এক ব্যক্তি। ফেসবুকে ভিডিওটি আপলোড করেছে ‘রেডল্যান্ড স্নেক ক্যাচার’ বলে একটি পেজ।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, গাছের উপরে একটি বিশাল কার্পেট পাইথন বা অজগর উঠে গিয়ে একটি বাদুড়ের উপর চড়াও হয়েছে। ওই বাদুড়টিও বেশ হৃষ্টপুষ্ট। কিন্তু তা হলেও অজগরটির কাছে হার মেনে যায় বাদুড়টি।
ভিডিও— ফেসবুক (রেডল্যান্ডস স্নেক ক্যাচার)
তবে বাদুরটিকে চারদিক দিয়ে পেঁচিয়ে কাবু করার পরেও অজগরটিকে বেশ সমস্যায় পড়তে হয়। বাদুড়টিকে প্রথমে মাথার দিক থেকে খেতে শুরু করে কার্পেট পাইথনটি। কিন্তু তার পরেই বাদুড়ের ধারালো পাখনা আর থাবা আর গিলতে পারে না অজগরটি।
প্রায় আধ ঘণ্টা ধরে বাদুড়টিকে গিলে ফেলার চেষ্টা করেও ব্যর্থ হয়ে, শেষে তাকে মুখ থেকে ফেলে দেয় অজগরটি।