মাংস ছাড়া পশুরাজের চলে না। কিন্তু সেই সিংহ বাবাজি নাকি মাংস ছেড়ে চকোলেট খাওয়া শুরু করেছে। শুধু তাই নয়। রাজার মতো শিকার না করে চুরি করে চকোলেট খাচ্ছে সিংহ।
অবাক হচ্ছেন তো! এ যে সে সিংহ নয়। সিংহের বেশে এক ব্যক্তি। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, হলুদ রংয়ের সিংহের পোশাকে আর ঝাঁকড়া কালো কেশর মাথায় এক ব্যক্তি কিছু ইলেকট্রনিক্স সরঞ্জামের সঙ্গে চকোলেট চুরি করে নিয়ে যাচ্ছেন।
সিংহের পোশাকে চকোলেট চোর যেন ঠিক ‘লায়ন কিং’। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সিংহের বেশে একজন চুপিসারে লেজ নাড়তে নাড়তে ঢোকে। তার কিছুক্ষণের মধ্যেই কালো জ্যাকেট পরে আর একজন চোর এনট্রি নেয়। সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক সরঞ্জাম তুলে নেয় ও বেরনোর ঠেক আগে ফ্রিজ ফুলে চকোলেট বের করে চম্পট দেয়।
দেখুন সিসিটিভি ফুটেজ
Police are appealing for information following a 'lion man' burglary on Down Street, Collingwood on 22 April. → https://t.co/rSe1Pw4vk4 pic.twitter.com/K8s0wGzwoH
— Victoria Police (@VictoriaPolice) April 27, 2018
চুরির ফুটেজ হলেও, এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনরা হাসিতে ফেটে পড়েন।
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, ওই দুই চোর একটি অ্যাপল আইফোন ৮, চারটি মাইক্রোসফট কম্পিউটার, একটি হেয়ার স্ট্রেটনার, একটি ক্যানন ক্যামেরা ও বেশ কিছু চকোলেট নিয়ে পালিয়েছে।
ওই দুই চোরকে খুঁজছে পুলিশ। তাই তারাই টুইটারে সেই ফুটেজ প্রকাশ করে। তার পর থেকেই ভাইরাল হয়ে যায় এই সিসিটিভি ভিডিও।