কুকুরের মুখের সঙ্গে মানব চেহারার সাদৃশ্য। না! ফোটোশপের কেরামতি নয়, বাস্তবেই ঘটেছে এই ঘটনা।
সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে মানুষ-রূপী একটি কুকুরের ছবি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডেলি মেল’-এর প্রতিবেদন অনুযায়ী, ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস শহরের বাসিন্দা চান্টাল দেজারদিনসের (Chantal Desjardins) পোষ্যের, নাম যোগীর।
THIS DOG HAS A HUMAN FACE pic.twitter.com/nEmQ6ZgJcZ
— Ellie Hall (@ellievhall) March 12, 2018
চান্টালের বন্ধু এলি, যোগীর ছবি টুইটারে পোস্ট করেন। ছবিটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে কুকুরটি। টুইটার ব্যবহারকারীদের দাবি— যোগীর মুখের মধ্যে নাকি অস্কার বিজেতা অভিনেতা জেক গিলেনহাল, মার্কিন গায়ক এড শিরান এবং অভিনেতা পল রুড-এর মুখের ছাপ স্পষ্ট। সেই নিয়েই বিগত চারদিন ধরে তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া।
I think it looks like someone else closer than Jake Gyllenhaal, but I can't figure it out pic.twitter.com/bSv34JcWwy
— Ryan Broderick (@broderick) March 12, 2018
I think it looks like Ed Sheeran pic.twitter.com/twbTNKkOsl
— Cantrell (@2008Cantrell) March 13, 2018
যোগীর ছবিকে এডিট করে মানুষের রূপ দেওয়া হয়েছে— এমন অভিযোগও করেছেন একাধিকজন। তবে তাঁদের এই দাবিকে ভিত্তিহীন বলে নাকচ করেছেন চেন্টাল। তাঁর বক্তব্য, যোগীকে বাস্তবিকই ওরকম দেখতে। তবে এটি কোন জাতের কুকুর তা এখনও জানা যায়নি।