এবারের অস্কারে সবচেয়ে আলোচ্য বিষয় ছিলেন বোধহয় তিনিই। এসবের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, অ্যাকাডেমি কর্তৃপক্ষ হয়তো তাঁকে নিয়ে একটু বেশিই ‘অবসেস্ড’!
হোস্ট জিমি কিমেল থেকে ইরানের পরিচালক আসগার ফারহাদি, ট্রাম্প আর তাঁর অভিবাসন নীতিকে বিঁধতে ছাড়েননি কেউই। ট্রাম্পের ভাষায় ‘মোস্ট ওভাররেটেড’ অভিনেত্রী মেরিল স্ট্রিপ স্ট্যান্ডিং ওভেশন পেয়েছেন। এ সব কিছুই নাকি অস্কারের জৌলুসকে কিছুটা ম্লান করেছে, দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘‘এটা দুঃখজনক যে রাজনীতিতে বেশি ফোকাস করতে গিয়ে অস্কারের নিজস্ব চার্মটাই হারিয়ে গেল!’’ সেরা ছবির ভুল ঘোষণা নিয়েও ব্যঙ্গ করেছেন তিনি।