SEND FEEDBACK

English
Bengali
English
Bengali

রাশিয়ায় মেট্রোতে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা, দেখুন ভিডিও

নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | এপ্রিল ৩, ২০১৭
Share it on
বিস্ফোরণে কেঁপে উঠল রাশিয়ার শহর সেন্ট পিটার্সবার্গ। এখনও পর্যন্ত কোনও কোনও সন্ত্রাসবাদী স‌ংগঠন এই বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি।

রাশিয়ার স্থানীয় সময় অনুযায়ী, আজ দুপুর আড়াইটে নাগাদ ভূর্গভস্থ মেট্রোতে বিস্ফোরণে কেঁপে ওঠে রাশিয়ার শহর সেন্ট পিটার্সবার্গ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুুযায়ী, এই ঘটনায় মারা গিয়েছেন ১০ জন। আহত হয়েছেন বহু মানুষ।

বিদেশি সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, সেন্ট পিটার্সবার্গের মেট্রোরেল নেটওয়ার্কের দু’টি কামরায় এই বিস্ফোরণ ঘটেছে। তবে দু’টি কামরা একই ট্রেনের কি না তা এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের অনেকেই টুইটারে লিখেছেন সেই বীভৎস অভিজ্ঞতার কথা। ক্রমশই বাড়ছে আহত যাত্রীদের সংখ্যা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৫০ জনেরও বেশি যাত্রী আহত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

আজ সেন্ট পিটার্সবার্গে বেলারুশিয়ান রাষ্ট্রপতির সঙ্গে একটি বৈঠক করার কথা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের। 

এখন ঠিক কী পরিস্থিতি সেখানে, দেখে নিন নীচের এই লিঙ্কের লাইভ স্ট্রিমিং ভিডিওতে— 

Russia Metro Explosion St Petersberg
Share it on
Community guidelines
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -