দেশে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি। ফলে দেশের বহু মহিলাই অবিবাহিত থেকে যান। এই বার এই সমস্যা সমাধানে আদা-জল খেয়ে নেমেছে সরকার। বিয়ে করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে ভিনদেশের পাত্রপক্ষকে।
ঘটনা সৌদি আরবের। এক আন্তর্জাতিক সংবাদমাদধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, এবার সৌদি নারীদের বিদেশিরাও বিয়ে করতে পারবেন। সুযোগ করে দিচ্ছে সৌদি সরকার।
এখানেই শেষ নয়, থাকছে রোজগারেরও সুযোগ। ওই প্রতিবেদনেই জানানো হচ্ছে, সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য সৌদি নারীদের বিয়ে করার বিধি-নিষেধ তুলে নিয়েছেন। তবে এই সুবিধে পেতে ‘স্পেশাল এক্সপ্যাক্ট’ সিস্টেমে অগ্রিম রেজিস্ট্রি করাতে হবে। এর জন্য পেনশন-সহ বেতনের সুবিধাও ভোগ করতে পারবেন তাঁরা।
অর্থাৎ এক বিয়েতে কেরিয়ার তৈরি। আর সৌদির মহিলারা যে কী পরিমাণ রূপবতী সে বিষয়ে তামাম কাব্য কাহিনি রয়েছে।
তা হলে আর দেরি কেন? সিজন চলছে। এই বেলা ব্যাগ গোছালেই তো হয়।