সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সন্ধের আকাশে এক আশ্চর্য উজ্জ্বল সাদা আলোকে ঘিরে উত্তেজনা ছড়ায়। ২২ ডিসেম্বর, শুক্রবার সন্ধেয় এই আলো দেখা যায়। কোথা থেকে এই আলো এল, তাই নিয়ে বাসিন্দারা রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য মার্কারি নিউজ’-এর প্রতিবেদন মোতাবেক, ক্রিসমাসের মরশুমে এই আলোকে অনেকেই শহর সাজানোর অঙ্গ বলে মনে করেন। কিন্তু অচিরেই টের পাওয়া যায়, এটি তেমন কোনও বিষয় নয়। এই আলোর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু হলে ছড়িয়ে পড়ে ইউএফও-র গুজব। ক্যালিফোর্নিয়ায় ভিনগ্রহের প্রাণীর আগমন-জাতীয় গুজবে ভরে যায় ফেসবুক-টুইটার।
শুধু সাধারণ মানুষ নয়, সেলিব্রিটিরাও এই এলো নিয়ে সরব হন। বিলি রে সাইরাসের মতো বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পীও এই ‘আলোকপ্রাপ্তি’-র উৎস খুঁজে বের করার জন্য লস এঞ্জেলিস শহর কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
ভিডিও দেখুন
বিস্তর কল্পনা ও জল্পনায় যখন সোশ্যাল মিডিয়ার আকাশ অন্ধকার, তখন বাইরের আকাশের এই আলো নিয়ে রহস্যের সমাধান ঘটল। জানা গেল, লস এঞ্জেলিসের ভ্যান্ডেনবার্গ এয়ার পোর্স বেস থেকে সূর্যাস্তের ঠিক পরেই একটি ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপন করা হয়। প্রথমে এই উৎক্ষিপ্ত রকেট থেকে লাল আলো বের হয়। পার্স্ট স্টেজ বুস্টার ত্যাগ করার পরে এই আলো সাদা রং ধারণ করে।
জনগণের উত্তজনা প্রশমনের জন্য লস এঞ্জেলিস শহরের দমকল বিভাগ দ্রুত বিজ্ঞপ্তি জারি করে।