আয়তনে ছোট এই সাদা ব্যাগটির গুরুত্ব কিন্তু অসীম। এর ভিতর যা রয়েছে, তা পৃথিবীতে পাওয়া মুশকিল। ভিতরকার বস্তুসমতে গোটা ব্যাগটিই সম্প্রতি বিক্রি হল অবিশ্বাস্য দামে।
ভাবছেন, কী এমন দুর্মূল্য খাজানা রয়েছে এতে! এই ব্যাগে রয়েছে চাঁদের মাটি ও পাথর। চাঁদের বুকে পা রাখা প্রথম মহাকাশচারী নীল আর্মস্ট্রং-এর সঙ্গে ছিল এই ব্যাগটি।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আমস্ট্রং-এর ওই ব্যাগই এবার নিলামে উঠল। নিউইয়র্কে সম্প্রতি ১১.৬ কোটি টাকায় বিক্রি হয়েছে এটি।
প্রসঙ্গত, ১৯৬৯ সালে মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস গড়ে চাঁদে পা রেখেছিলেন আর্মস্ট্রং। সঙ্গে ছিল এই ব্যাগ। এতে করেই তিনি পৃথিবীর একমাত্র উপগ্রহের মাটি আর পাথর এনেছিলেন। অ্যাপোলো-১১ অভিযানের ৪৮ বছর পূর্তির দিনেই নিলামে তোলা হল ব্যাগটিকে। তবে এর নতুন মালিক কে, তার নাম প্রকাশ করা হয়নি। পুরনো জিনিসপত্রের সঙ্গে মিশে থাকায় ২০১৫ সালে ‘লুনার স্যাম্পল রিটার্ন’ লেখা এই ব্যাগটিকে ভুলবশত নিলামে তোলে নাসা। যুক্তরাষ্ট্রের এক আইনজীবী মাত্র ৯৯৫ ডলারের বিনিময়ে এটি কিনেও নেন। পরে নিজের ভুল বুঝতে পেরে নাসা ব্যাগটি ফেরৎ আনার ব্যবস্থা করে। কিন্তু ব্যাগের মালিক সেটি দিতে অস্বীকার করায় আদালতের দারস্থ হয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মহাকাশ সংস্থা। আদালত অবশ্য ওই আইনজীবীর পক্ষেই রায় দেন।
এতদিন ব্যাগটি তাঁর কাছেই ছিল। তবে সম্প্রতি সেটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন ওই আইনজীবী।