পাক বিরোধী কিছু নেই। বরং ‘প্যাডম্যান’ ছবিটি যে সামাজিক বার্তা দেওয়ার জন্য তৈরি হয়েছে, তা ভারত-পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলির কাছে এক জ্বলজ্যান্ত সমস্যা।
এ হেন ‘প্যাডম্যান’ ছবিটিও নিষিদ্ধ হল পাকিস্তানে। অক্ষয় কুমার অভিনীত এই ছবি নিষিদ্ধ করার জন্য পাক সেন্সর বোর্ড এমন এক যুক্তি দিয়েছে, যা সত্যিই অযৌক্তিক এবং হাস্যকর।
একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকের খবর অনুযায়ী, পাকিস্তানের সেন্সর বোর্ডের মতে ‘প্যাডম্যান’ ছবিটি সেদেশের সভ্যতা এবং সংস্কৃতির বিরোধী। মহিলাদের ঋতুচক্র নিয়ে আরও সচেতন করার জন্য তৈরি সিনেমা কীভাবে দেশের সভ্যতা, সংস্কৃতির বিরোধী হতে পারে, তার কোনও সরকারি ব্যাখ্যা অবশ্য দেওয়া হয়নি। যদিও, পাক সেন্সর বোর্ডের এক সদস্য সাফ জানিয়ে দিয়েছেন, তাঁদের দেশের পরম্পরা বিরোধী এই ধরনের ছবিকে তাঁরা কোনওমতেই ছাড়পত্র দেবেন না।
পাকিস্তানে যাই হোক না কেন ভারতে অবশ্য ‘প্যাডম্যান’-এর শুরুটা ভালই হয়েছে। মুক্তির পরে প্রথম দু’ দিনেই ছবিটি ২৬ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।