সৌন্দর্যে জয় করেছেন পাকিস্তান। উত্তেজক ফিগারে চোখ টেনেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার লাস্যে মাত করলেন দুনিয়া। পাক বংশোদ্ভূত মার্কিন সুন্দরী রামিনা আশফাকের ইনস্টাগ্রামে পোস্ট করা নাচ ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ল ইন্টারনেটে।
সম্প্রতি পা দিয়েছেন পঁচিশের কোঠায়। এর আগেই এই সুন্দরী ‘মিস পাকিস্তান ওয়ার্ল্ড’-এর তকমা পেয়েছেন। গত বছর ‘মিস আর্থ ২০১৭’-তেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। তাঁর বিকিনি-পরা সাহসী ছবি একাধিক বার উঠে এসেছে আলোচনায়। এবার শরীরী বিভঙ্গে ঝড় তুললেন নেট-দুনিয়ায়।
গত জন্মদিনের পার্টিতেই মিলিত হয়েছিলেন ফ্যান আর কিছু আত্মীয়ের সঙ্গে জমজমাট পার্টিতে। সেখানেই জমজমাট গানের সঙ্গে শরীরে ঢেউ তোলেন রামিনা। আপাতত সেই নাচে বিভোর নেট জমানা।
দেখুন রামিনা আশফাকের ইনস্টাগ্রাম থেকে সেই নাচের ভিডিও—
সর্বভারতীয় মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বদ্ধ পরিবেশ সত্ত্বেও রামিনা আশফাকের বারে বারে এই খোলামেলা সাহসী প্রকাশ ব্যতিক্রমী বলে মনে করছেন অনেকেই।