রাস্তার ধারের সাধারণ গর্ত। তা সারাই করতে গিয়েই বিপত্তি। আঁতকে উঠলেন সারাই-কর্মীরা। সেই গর্তের সূত্র ধরেই উঠে এল অজানা রহস্য।
আন্তর্জাতক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পথের ধারে ওই গর্তটি সারাতে গিয়ে কর্মীরা দেখতে পান, সেটি কোনও সাধারণ গর্ত নয়। তা যুক্ত রয়েছে এক সুড়ঙ্গের সঙ্গে। এর পরে তাঁরা খুঁজতে শুরু করেন সেই সুড়ঙ্গের শেষ কোথায়।
জঙ্গলের নীচ দিয়ে গিয়েছে সুড়ঙ্গ, ছবি: এফবিআই মিয়ামি-র টুইট থেকে
জঙ্গলের নীচ দিয়ে সেই সুড়ঙ্গ চলেছে। এবং তা গিয়ে শেষ হয়েছে একটি ব্যাঙ্কে।
সুড়ঙ্গ শেষ হয়েছে একটি ব্যাঙ্কে, ছবি: এফবিআই মিয়ামি-র টুইট থেকে
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও এফবিআই-কে। তদন্তে দেখা যায়, ৪৬ মিটার লম্বা এই সুড়ঙ্গে একজন মানুষ বুকে হেঁটে যেতে পারে। এফবিআই কর্তাদের বক্তব্য— ব্যাঙ্ক ডাকাতির উদ্দেশ্যেই সম্ভবত এই সুড়ঙ্গ খোঁড়া হয়েছিল।
আপাতত এই কাহিনি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।