ডোনা ব্রান্ট ‘দ্য উইন্ডসর বয়েজ স্কুল’-এর সহকারী শিক্ষিকা। তাঁর বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। সে অভিযোগ অনেকাংশে তিনি স্বীকারও করে নিয়েছেন।
কী সেই অভিযোগ?
আদালত সূত্রে জানা গিয়েছে, ৩৭ বছরের শিক্ষিকা ডোনা তাঁর স্কুলের এক ছাত্রকে ক্রমাগত অশ্লীল মেসেজ পাঠিয়ে গিয়েছেন। দু’জনের মধ্যে কতগুলি মেসেজ আদানপ্রদান করা হয়েছিল জানেন? প্রায় ২,৫০০! সঙ্গে সেক্স টয়-এর ছবি। নানাবিধ দাবি, যার মধ্যে সেই সেক্স টয় ব্যবহার করে তার ভিডিও থেকে শুরু করে হস্তমৈথুনের ভিডিও— কী নেই।
ওই শিক্ষিকা এ-ও বলেছিলেন, সংশ্লিষ্ট ছাত্রটি যদি একবার তাঁকে ‘‘আই লাভ ইউ’’ বলে, তা হলে তৎক্ষণাৎ তিনি ওই ছাত্রের সঙ্গে যৌনক্রী়ড়ায় মাতবেন। এই ধরনের মেসেজ দু’জনের মধ্যে চলতে থাকে। কিন্তু একদিন ওই ছাত্রের পরিবারের এক সদস্য ছাত্রটির মোবাইল দেখে ফেলেন। তার পরেই পুরো বিষয়টি ফাঁস হয়ে যায়।
আরও পড়ুন
প্রথমে নগ্ন ছবি। অতঃপর যৌনসম্পর্ক। শিক্ষিকার কাণ্ডে ব্যতিব্যস্ত ছাত্ররা
দিনে শিক্ষিকা, রাত বাড়লেই ইনি মোহময়ী
শিক্ষিকার কীর্তি। ক্লাসে পড়ুয়াদের দেখালেন নগ্ন রিয়্যালিটি শো-র দৃশ্য
ক্ষণিকের ভুলে ছাত্রের মোবাইলে নগ্ন ছবি পাঠালেন শিক্ষিকা। এবং তারপর...