কেন ওইটুকু ছাত্রকে মোবাইল কিনে দিয়েছিলেন, সে বিষয়ে এখনও পর্যন্ত আদালতে বিশেষ কিছু জানাননি ধৃত শিক্ষিকা নিকোল ভেনেরোসো। তবে পাঠানো মেসেজে এটা পরিষ্কার যে, তিনি ওই ছাত্রের প্রতি ক্রমশ আকৃষ্ট হয়ে পড়েছিলেন। এই অসম আকর্ষণের কারণ বুঝতে পারছেন না, এমন কথাও লিখেছেন ওই শিক্ষিকা।
কিন্তু এই সব স্বীকারোক্তির সঙ্গেই ছিল অশ্লীল সব কথাবার্তা। সেই সঙ্গে ছিল তাঁর নানা ধরনের ছবি। ইংল্যান্ডের নিউকাস্ল-এর স্কুলটিতে সঙ্গীতের শিক্ষিকা ছিলেন ভেনেরোসা। তাঁকে বহিষ্কার করা হয়েছে।
অবাক করার মতো বিষয়, ছাত্রটিকে মোবাইল কিনে দিয়েছিলেন ওই শিক্ষিকাই। রোজ রাতে তিনি অশ্লীল মেসেজ পাঠাতেন, সকালে স্কুলেই ছাত্রটিকে হুঁশিয়ারি দিতেন মেসেজ ডিলিট করে ফেলার। সম্ভবত ছাত্রটির পরিবারের এক সদস্য একদিন ওই মোবাইল হাতে পেয়ে যান। তার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে।
আরও পড়ুন
ছাত্রকে অশ্লীল মেসেজ, ছবি। যৌনতার চাহিদায় এ কী কাণ্ড শিক্ষিকার!
প্রথমে নগ্ন ছবি। অতঃপর যৌনসম্পর্ক। শিক্ষিকার কাণ্ডে ব্যতিব্যস্ত ছাত্ররা
শিক্ষিকার কীর্তি। ক্লাসে পড়ুয়াদের দেখালেন নগ্ন রিয়্যালিটি শো-র দৃশ্য