কিন্তু কোন পথে? অ্যালিক্সের কি এটাই পথ হওয়ার ছিল? সম্ভবত না। ‘সম্ভবত’ কেন? একেবারেই ‘না’।
গ্র্যাজুয়েশনের পরে অ্যালেক্সি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শুরু করেন। ডিজিট্যাল মার্কেটিং-এ এমবিএ ডিপ্লোমা হাসিল করেন। তার পরে? একে সুন্দরী, স্মার্ট। তার উপর বুদ্ধিমতী, শিক্ষিতা। ফলে মোটা বেতনের চাকরির অভাব হয়নি। একসময়ে তো বাছতেই হিমশিম খাচ্ছিলেন।
পড়াশোনা সীমাবদ্ধ ছিল না সিলেবাসে। পর্নোগ্রাফি নিয়ে একটি তথ্যচিত্র দেখেন। স্রেফ জানার ইচ্ছে থেকেই নানাবিধ বিষয়ে পড়াশোনা করার অভ্যাস রয়েছে অ্যালিক্সের। তা থেকেই সেই তথ্যচিত্র-দর্শন। এবং সেটা থেকেই পুরো পাল্টে গেল অ্যালিক্সের জীবন।
পর্নোগ্রাফির দুনিয়ায় পা রাখলেন অ্যালেক্সি। সেই শুরু। আজ দুনিয়ার প্রথম সারির পর্নস্টারদের অন্যতম হলেন অ্যালিক্স। কী বলছেন তিনি? অ্যালিক্স বলছেন, ‘‘মনে আছে প্লেবয় ম্যাগাজিন দেখতাম। ওঁদের মতো হতে চাইতাম। আজ আমার পেশা নিয়ে আমার কোনও খেদ নেই।’’