হোয়াটসঅ্যাপে যত ইচ্ছে চ্যাট জমিয়ে রাখা যাবে না। সঙ্গীর সঙ্গে প্রেমের শুরুর দিনগুলোর মহামূল্যবান কথোপকথনই হোক কিংবা কোনও বন্ধুর টপ সিক্রেট, কোনওটাই আর চিরকালীন হয়ে থেকে যাবে না হাতের মুঠোয় ওই চার চৌকো বস্তুটিতে। কারণ চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে হোয়াটসঅ্যাপ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ১২ নভেম্বর থেকে করা সমস্ত চ্যাটের ব্যাক আপ গুগল ড্রাইভে না রাখলেই ডিলিট হয়ে যেতে পারে। এই বছর অগস্ট মাসে হোয়াটসঅ্যাপ গুগলের সঙ্গে একটি চুক্তি সাক্ষর করেছে বলে জানা গিয়েছে।
এই চুক্তির ভিত্তিতেই এবার থেকে গুগল ড্রাইভে যদি মেসেজের ব্যাক আপ না রাখা হয়, সমস্ত মেসেজ ডিলিট হয়ে যাবে।
তবে শুধু ১২ নভেম্বর থেকেই নয়, হোয়াটসঅ্যাপ আগেই জানিয়েছিল, মেসেজের ব্যাক আপ না নিয়ে রাখলে, এক বছর পরে গুগল ড্রাইভ থেকে ডিলিট হয়ে যাবে সমস্ত মেসেজ। তাই এতদিন যাঁরা ব্যাকআপ নেননি, তাদের মেসেজ ডিলিট হয়ে যেতে পারে।
কী ভাবে হোয়াটসঅ্যাপের চ্যাট সেভ রাখবেন, জেনে নিন—
• হোয়াটসঅ্যাপের সেটিংসে যান। সেখানে গিয়ে চ্যাট অপশন সিলেক্ট করুন।
• এরপরে একটি নতুন পেজে চলে যাবেন। সেখানে সিলেক্ট করুন ‘চ্যাট ব্যাকআপ’। এখানে দেখতে পাবেন কবে চ্যাটের ব্যাক আপ শেষ কবে হয়েছে।
• শেষ ব্যাক আপের দিন যদি অনেক আগে হয়, তা হলে ব্যাক আপ টু ম্যানুয়ালি সিলেক্ট করুন।
• কত বার (ডেলি, উইকলি, মানথলি) ব্যাক আপ করতে চান, তা-ও সিলেক্ট করুন।