উপর্যুপরি দুর্ঘটনা ঘটিয়ে রাস্তায় নগ্ন হয়ে নাচলেন এক মহিলা। ঘটনা ব্যাঙ্ককের। রং ওয়ে-তে সজোরে গাড়ি চালিয়ে প্রথমে একটি ট্যাক্সিকে ধাক্কা মারেন ওই মহিলা। তার পরে একটি মার্সিডিজ এবং ছ’চাকার একটি গা়ড়িতে ধাক্কা।
অবাক হওয়ার তখনও বাকি ছিল। সকলে দেখেন, গাড়ি থেকে ওই মহিলা বেরিয়ে আসেন। একেবারে নগ্ন হয়েই। তার পরে শুরু হয় পোশাক ছেড়ে নাচ। কেউ কেউ তাঁর গায়ে পোশাক চাপাতে গিয়েছিলেন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।