ঠিক যেন কোনও ভয়ঙ্কর হলিউড ছবির গল্প। বাগান থেকে নিখোঁজ মহিলার শেষমেশ পাওয়া গেল এক অতিকায় সাপের পেটের ভিতরে! তখনও তাঁর দেহ প্রায় অবিকৃত অবস্থাতেই ছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ঘটনাটি ইন্দোনেশিয়ার। ৫৪ বছরের ওয়া তিবা নামের এক মহিলা গত বৃহস্পতিবার নিখোঁজ হয়ে যান দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি থেকে। প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা চিন্তিত হয়ে খুঁজতে থাকেন তাঁকে। তাঁর স্যান্ডেল, টর্চ ইত্যাদি খুঁজে পাওয়া গেলেও তাঁকে পাওয়া যায়নি।
যা দেখে অনেকেরই ধারণা হয়েছিল, হয়তো কোনও সাপ গিলে নিয়েছে তাঁকে। শেষ পর্যন্ত তাঁদের সন্দেহই সত্যি হয়। ২৩ ফুটের লম্বা অজগরের পেট কেটে বার করা হয় তাঁর মৃতদেহ। তাঁর পরনের পোশাক অবিকৃত ছিল।
মহিলার পরনের পোশাক অবিকৃত ছিল। ছবি: এসএফইউআই কেয়ারেই-এর ইউটিউব চ্যানেল থেকে।
স্বাভাবিক ভাবেই এমন ঘটনায় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁদের বক্তব্য, এর ফলে পথে বেরনোই গ্রামবাসীর কাছে আতঙ্কের হয়ে পড়েছে।