মার্কিন মুলুকের এক মহিলার অভিনব উদ্যোগে স্তম্ভিত গোটা বিশ্ব। গাছকেই বিয়ে করে বসলেন তিনি!
এক আন্তর্জাতিক সংবাদসংস্থায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার ফ্লোরিডার ফোর্ট মেরিসের বাসিন্দা এক মহিলা সম্প্রতি একটি গাছকে বিয়ে করেন।
জানা গিয়েছে, ওই মহিলার পাড়াতে সম্প্রতি নগরায়ণের দিকে নজর দিয়েছিল স্থানীয় প্রশাসন। সেই জন্য বেশ কিছু পুরনো গাছ কেটে ফেলে তার জায়গায় নতুন গাছ বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। কারিন কুপার নামে ওই মহিলার বাড়ির সামনেও একটি শতাব্দীপ্রাচীন গাছ ছিল। সেই গাছকে ঘিরে বিবাদ চলছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
গাছ কেটে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাঁদের কাছে এই গাছগুলি ঐতিহ্যের প্রতীক। কোনও ভাবেই এই সবুজ ধ্বংস করা যাবে না। শুরু হয় বিক্ষোভ।
এরই মধ্যে বিক্ষোভের আঁচ জোরালো করতে অভিনব উদ্যোগ নিলেন কারিন কুপার। জানা গিয়েছে, নিজের বাড়ির সামনে থাকা একটি গাছকে বিয়ে করেন তিনি। রীতিমত পার্টি দিয়ে, গান বাজিয়ে ফুল দিয়ে স্টেজ সাজিয়ে গাছকে বিয়ে করেন তিনি।
তবে এমন গাছ বাঁচাতে এমন উদ্যোগ কেন? জানা গিয়েছে, কারিন কয়েক জন মেক্সিকান মহিলার কাছ থেকে এই আইডিয়া নেন। ওই মহিলারা তাঁদের এলাকায় গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন।
গাছ কাটার বিরুদ্ধে কারিনের এরকম উদ্যোগ সত্যি অভিনব বলে মানছেন অনেকে।