তা সে যতই কালো হোক... প্রতিযোগিতায় জিতে গুচ্ছ গুচ্ছ মিশমিশে কয়লাই হাসি মুখে বাড়ি নিয়ে গেলেন রাশিয়ান সুন্দরী। প্রাইজ যে এমন হতে পারে, তা শুনেছে কেউ? না শুনলে কিছু করার নেই, এমনটাই ঘটেছে রাশিয়ার কেমেরোভোয়।
রাশিয়ার বিখ্যাত খনি অঞ্চল কেমেরোভার গভর্নর এ বছর সুস্থতার উপর একটু বেশিই জোর দিয়েছিলেন। ফলাও করে ঘোষণা করেছিলেন, তাঁর অঞ্চলে ওজন কমাতে পারলেই পুরস্কার। প্রতিশ্রুতি দেন, প্রতি দশ কিলো ওজন কমানোর জন্য পাওয়া যাবে দেড় মেট্রিক টন কয়লা!
ব্যস, পুরস্কারর নমুনা শুনেই উঠেপড়ে লাগলেন কেমেরোভার মানুষ। কয়লা জেতার লক্ষ্যে পুরুষদের থেকে এগিয়ে গেলেন মেয়েরা। বছরের শেষে এসে প্রথম হলেন ইয়েলেনা সালনিকোভা। সুন্দরী এই নার্স সারা বছর প্রাণপাত করে ঝরিয়ে ফেলেছেন ৩০ কিলো ওজন।
নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চের পাশের এসে দাঁড়াল কয়লা বোঝাই এক বিশাল ট্রাক। ব্যস, আর কী? একট্রাক কয়লা জিতে বাড়ি ফিরে গেলেন প্রথম স্থানাধিকারী। যাওয়ার আগে উচ্ছ্বসিত ইয়েলেনা জানিয়ে গেলেন, রাশিয়ার প্রবল শীতে তাঁর বাড়িকে আরামদায়ক করে তুলবে এই পুরস্কার।