কর্কট
সঙ্গীকে এখনই ফোন করে জানিয়ে দিন ভ্যালেনটাইস ডে সেলিব্রেট করার প্ল্যান। কারণ,
ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহটা আপনার সুখ-ভোগের চূড়ান্ত সময়। এমন কিছু পেতে
পারেন যা আগে কখনও পাননি। বাকি মাসটার কথা ভাববেন না। ১৪ ফেব্রুয়ারি থেকে
অন্য আনন্দের সূচনা। এখন শুধু সেলিব্রেট করার প্ল্যান করুন। আর্থিক ভাগ্য মধ্যম।