দিওয়ালির এই শুভক্ষণে সবাই চায় নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে। কিন্তু বিশেষত এই উৎসবে নিজেকে সুন্দর করে তোলার জন্য চাই কিছু চটজলদি টিপস। প্রথমেই বলে রাখা ভাল যে, বাড়িতে কোনও উৎসব-অনুষ্ঠানের আয়োজন করলে খুব চড়া মেক আপ করা একেবারেই উচিত নয়, কারণ একেই রঙিন আলো, তার উপর বাজির ঝলকানিতে ফিকে হয়ে যেতে পারে আপনার মেক আপ। তার থেকে বরং সাধারণ কিছু প্রাথমিক মেক আপ কিটেই আপনাকে লাগতে পারে অপরূপা।
• প্রথমে চোখদুটিকে উজ্জ্বল রঙের আই পেন্সিল দিয়ে এঁকে নিন। জামার রঙের সঙ্গে মিলিয়ে বেছে নিতে পারেন আই পেন্সিলের রং। চোখ গাঢ় রং-এ হাইলাইট করলে সবার চোখ রঙিন প্রদীপের বদলে থাকবে আপনারই দিকে। তবে অবশ্যই দেখে নেবেন যে, আপনার ব্যক্তিত্বের সঙ্গে সেই রং ম্যাচ করছে কি না। তা না হলে কিন্তু গোটা মেক-আপটাই জলে যেতে পারে।
• চোখের মেক-আপ গাঢ় হলে ঠোঁটের রং হবে হালকা। এক্ষেত্রে কোনও হাল্কা রং-এর লিপস্টিক বা লিপ গ্লসও ব্যবহার করতে পারেন।
• দিওয়ালির মতো রঙিন অনুষ্ঠানে নেলপলিশের রং বাছুন উজ্জ্বল গাঢ় রং-এর। সেক্ষেত্রে পোশাকের সঙ্গে মিলিয়ে লাল, নীল, গোলাপি, কমলা, মেরুন, খয়েরি-এই ধরনের রং-গুলি বেছে নিতে পারেন।
• যদি রঙিন আই পেন্সিল দিয়ে চোখ আঁকেন, তাহলে আর আই শ্যাডো ব্যবহার করার প্রয়োজন নেই। আর যদি পার্টির জন্য মেক-আপ করতে চান, তাহলে অবশ্যই পোশাকের সঙ্গে মানানসই আই শ্যাডো লাগাতে হবে।
এই কয়েকটি প্রথমিক টিপস মাথায় রাখলেই দিওয়ালির অনুষ্ঠালে আপনার সাজই হবে নজরকাড়া।