ওরাল সেক্স কতটা বিপজ্জনক?
উত্তর— যে কোনও ধরণের পেনিট্রেটিভ সেক্সের ক্ষেত্রে যতটা ঝুঁকি থাকে, ওরাল সেক্সের ক্ষেত্রে তার চেয়ে ঝুঁকি কম। যেমন, অ্যানাল সেক্সের ক্ষেত্রে এইচআইভি, হেপাটাইটিস বি-এর সংক্রমণের আশঙ্কা সব থেকে বেশি।
তাহলে ওরাল সেক্সে বিপদ নেই ধরে নিতে হবে? নিরাপদ?
উত্তর— তা কিন্তু একেবারেই বলছি না। সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, জেনিটাল হারপিসের মতো মারাত্মক রোগ আসতে পারে অসুরক্ষিত ওরাল সেক্স থেকে। তাছাড়া হিউম্যান প্যাপিলোমা ভাইরাসও শরীরে বাসা বাঁধতে পারে ওরাল সেক্সের মাধ্যমে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সঙ্গে ক্যান্সারের যোগ রয়েছে। এগুলোর প্রতিটিই বিপজ্জনক। সিফিলিস, গনোরিয়া তো ভয়ঙ্কর। মুখের মধ্যে সূক্ষ্ম ক্ষত থাকলে পুরুষ বা মহিলা উভয়ক্ষেত্রেই শরীরে ইনফেকশন প্রবেশ করতে পারে অজান্তে।
সুরক্ষার উপায় নেই?
উত্তর— ওরাল সেক্সের ক্ষেত্রেও কন্ডোমই সবচেয়ে সুরক্ষিত পদ্ধতি। যদিও সব সংক্রমণ এতেও আটকায় না।
ওরাল সেক্স কি যৌন বিকৃতি?
উত্তর— দেখুন, এভাবে বলা যায় না। সেক্স শুধুমাত্র দুটি পূর্ণবয়ষ্ক শরীরের সম্পর্ক নয়। মন সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দু’জন পূর্ণবয়ষ্ক মানুষ পারষ্পরিক সহমতের ভিত্তিতে যখন মিলিত হন, তখন তাতে সমস্যা থাকে না। যখন কোনও এক জন আপত্তি জানান, অন্য জন তাতে কোনও ভাবেই সহমত হন না, সমস্যা আসলে তখনই। ওরাল সেক্সের ক্ষেত্রেও তাই। উভয়পক্ষ এনজয় করলে বলার কিছু থাকে না। মনে রাখতে হবে, দু’টি মানুষের মধ্যে নন সেক্সুয়াল কমিউনিকেশন ভাল হওয়া দরকার। সেটা ভাল হলে, সেক্সের ছোট ছোট নানান বিষয়গুলি নিয়ে সমস্যা হয় না।
তাহলে মহিলাদের ক্ষেত্রে ওরাল সেক্স?
উত্তর— সেক্সকে সঠিক ভাবে উপভোগ করতে হলে, ফোরপ্লে জরুরি। ওরাল সেক্স কিন্তু ফোরপ্লের মধ্যে পড়ে। অন্য দিকে, মহিলাদের ক্ষেত্রে পেনিট্রেটিভ সেক্সের মাধ্যমে চূড়ান্ত সুখানুভূতি পাওয়া কিছুটা কঠিন। তাঁদের জন্য সরাসরি ক্লিটোরাল স্টিমুলেশন বেশি কার্যকরী। সেক্ষেত্রে পার্টনার যদি মহিলাকে ওরাল সেক্সের মাধ্যমে ক্লিটোরাল স্টিমুলেশন দেন, তবে সেটা মহিলাকে অনেক বেশি আনন্দ দেবে। কিন্তু আমাদের দেশে পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় তেমনটা কমই হয়।
অনেক সময় মহিলারা অভিযোগ করেন, তাকে ওরাল সেক্সে বাধ্য করছেন স্বামী...
উত্তর— আগেই বলেছি, পারষ্পরিক বোঝাপড়া থাকলে অভিযোগ আসেই না। একই সঙ্গে, এটা গার্হস্থ্য হিংসারও বিষয়। সামাজিক সমস্যা। একজন মহিলার প্রতি পুরুষের অন্যায়ের বিষয়। আমাদের আইন অনু্যায়ী ম্যারিটাল রেপ বলে কিছু হয় না। অথচ বাস্তবে তা হচ্ছে। তেমনই কাউকে ওরাল সেক্সে বাধ্য করাও যায় না। যিনি বাধ্য হচ্ছেন, তিনি মোটেও উপভোগ করছেন না। করার প্রশ্নও নেই। খুবই অনুচিত।
সাক্ষাৎকার নিয়েছেন— পার্থসারথি মুখোপাধ্যায়