বৃষ্টি বাদলায় কী করেন ‘আজ আড়ি কাল ভাব’-এর ঈশান অথবা ‘বধূ কোন আলো লাগল চোখে’-র নায়ক সৌরভ? স্ত্রী মধুমিতা বা ‘বোঝেনা সে বোঝেনা’-র পাখিও বৃষ্টি ভিজতে ভালবাসেন? পড়ুন এবেলা.ইন-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকার...
• বৃষ্টি কেমন নাগে?
বৃষ্টি এমনই একটা ব্যাপার, যাকে ভাল না বেসে কোনও উপায় নেই। আর বৃষ্টি ভীষণভাবে প্রয়োজন কারণ আমাদের চারপাশটা তো ভীষণ উত্তপ্ত হয়ে থাকে... শুধু আবহাওয়ার উত্তাপের কথা বলছি না। বিভিন্ন কারণে আমরা একটা উত্তপ্ত পরিবেশে বাস করছি— জঙ্গিহানার উত্তাপ, রাজনৈতিক উত্তাপ, সহিষ্ণুতার উত্তাপ, অসহিষ্ণুতার উত্তাপ— তাই আমার মনে হয় বৃষ্টিটা খুব জরুরি।
• ছোটবেলায় বা যখন তুমি অভিনয়ের জগতে আসনি, তখন বৃষ্টির দিনে কী করতে?
খুব এনজয় করতাম। আমি পড়তাম নিমতা হাই স্কুলে। তো একটা সময় পরে বন্ধুদের সঙ্গে একা একা যেতাম। লোকে বৃষ্টি পড়লে ছাতা খোলে আর আমরা বৃষ্টি পড়লে ছাতা বন্ধ করে দিতাম। মানে ছাতাটা শুধুই রোদের জন্য, বৃষ্টিতে আর ছাতার কী দরকার! খুঁজে খুঁজে যে সব রাস্তায় জল জমেছে সেই রাস্তা দিয়ে ফিরতাম। আর বাড়ি ঢোকার আগে ঠিক আগে ছাতাটা খুলে নিতাম। সেটা যে কী বোকামি করতাম... মা একদিন বলল যে ছাতা নিয়ে যদি এতটা ভিজে যাও তাহলে তো ছাতা নেওয়ার আর কোনও দরকার নেই। এখন আর ঠিক সেইরকম ভেজা হয় না। বেলঘরিয়ার বাড়িতে থাকলে বৃষ্টি পড়লেই ছাদে চলে যেতাম আর এখন তো ফ্ল্যাটে থাকি... ছাদটা তো একার নয়, নিজের কিন্তু তাও পুরোপুরি একার তো নয়।
সৌরভ চক্রবর্তীর মায়ের তোলা ছবি।
• তুমি আর মধুমিতা বিয়ের আগে বৃষ্টিদিনে প্রেম করতে?
হ্যাঁ, আমরা যখন লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম, বেশিরভাগ সময়েই গাড়ি নিয়ে বেরোতাম। আর গাড়িতে বসে বৃষ্টির দিনে দারুণ লাগে কারণ বৃষ্টির ওই শব্দটা পাওয়া যায়, ঠিক যেমন অ্যাসবেস্টসের চালে বৃষ্টি পড়লে হয়। আর এখন বৃষ্টি পড়লে আমাদের মধ্যে একটা ব্যাপার হয়, মানে আমরা তো বেশিরভাগ সময়েই ঝগড়া করি... হয়তো প্রবল ঝগড়া হচ্ছে... তখনই মুষলধারে বৃষ্টি নামল... নিজে থেকেই ঝগড়া থেমে যায়, আমরা আপনা আপনি কেমন চুপ করে যাই।
• মধুমিতাও কি ভিজতে ভালবাসে?
হ্যাঁ, ও মোটামুটি বৃষ্টি পড়লেই ছাতা বন্ধ করে ভিজতে ভিজতে বাড়ি চলে আসে। আমার এই শিশুসুলভ ব্যাপারটাই খুব ভাল লাগে। মানে বৃষ্টি পড়লেই মানুষের মধ্যে যে একটা হুটোপাটি— এইটার মধ্যেও একটা শৈশবের ছোঁয়া আছে, এটাই আমার খুব ভাল লাগে।
• তুমি তো কবিতা ভালবাস, বৃষ্টির দিনে কবিতা পড়?
হ্যাঁ কবিতা ভালবাসি, এখন আর খুব একটা লেখা হয় না। তবে বৃষ্টির সঙ্গে কবিতার তো একটা নিবিড় সম্পর্ক রয়েছে আর আমার মনে হয় যে কোনও মানুষই বৃষ্টিতে নিজের রোম্যান্টিকতাকে খুঁজে পায়। যে আইএস জঙ্গি পঁচিশটা খুন করে এসেছে, আমার মনে হয় সেও হয়তো বৃষ্টির দিনে তার প্রেমিকার জন্য কোনও কবিতা পড়ে।
• বৃষ্টিতে কী খেতে ভালবাস?
অবশ্যই খিচুড়ি-ইলিশ মাছভাজা। এর কোনও বিকল্প হয় না।
• মধুমিতাও তাই?
হ্যাঁ। আর বৃষ্টির দিনে আমরা দু’জনে বাড়িতে থাকলে যেটা করি, দুপুরবেলা ঘর অন্ধকার করে ভূতের সিনেমা দেখি। বৃষ্টি আর ভূত খুব ভাল জমে।
• প্রিয় ভূতের সিনেমা? হলিউড অবশ্যই?
হ্যাঁ, হলিউড তো বটেই। কারণ, আমরা ভারতীয়রা ভূত নিয়ে ভাল কিছু একটা করে উঠতে পারিনি এখনও। আমাদের প্রিয় ভূতের সিনেমা অনেকই রয়েছে— কনজিউরিং টু, কনজিউরিং ওয়ান, শাইনিং... গ্রাজ।
আরও পড়ুন