২৪ ঘণ্টাও পার হয়নি। পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র হুলে বিদ্ধ করেছেন। এবার খোদ যোগী রাজ্যেই ধরনা।
হ্যাঁ, প্রায় ৪০ লাখ সরকারি কর্মচারী এবার ধরনায় বসতে চলেছেন যোগী আদিত্যনাথের রাজ্যে। আপাতত সাত দিনের বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করেছেন উত্তরপ্রদেশের সরকারী কর্মচারীরা। এর মধ্যে স্কুল শিক্ষক, পরিবহণ দফতরের কর্মী থেকে শুরু করে নানা পর্যায়ের সরকারি কর্মীরা রয়েছেন।
কেন এই ধরনা? এই ধরনার মূল আয়োজক ‘পুরানি পেনশন বহালি মঞ্চ’ থেকে জানানো হচ্ছে, সরকারের নয়া পেনশন স্কিম এনপিস-এর পরিবর্তে পুরনো পেনশন স্কিমই ফিরিয়ে আনতে চান তাঁরা। কারণ এই স্কিমে একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর টাকা পাওয়া না পাওয়া নির্ভর করবে শেয়ার মার্কেটের ওপর।
প্রসঙ্গত, কর্মচারীদের এই রুখতে সমস্ত সরকারি দফতরে ‘এসমা’ (এসেনশিয়াল সার্ভিস মেনটেনেন্স অ্যাক্ট) জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। এসমা-র মেয়াদ ৬ মাস। ১৯৬৮ সালের এই আইন অনুযায়ী রেল, টেলিগ্রাফ, বিমান, প্রভৃতি অনেকগুলি ‘আপৎকালীন’ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীরা কোনও বন্ধ কর্মসূচিতে যোগ দিতে পারবে না। এই মর্মে নোটিশও জারি করেছেন উত্তরপ্রদেশের মুখ্য সচিব। এই সময়কালে এই ধারা অমান্য করে ধরনা চালালে বিনা ওয়ারেন্টে গ্রেফতারির ঘটনাও ঘটতে পারে। যা দাঁড়াচ্ছে তাতে আপাতত লোকসভা ভোট পর্যন্ত বিরোধীদের মুখ বন্ধ করতে চাইছে উত্তরপ্রদেশ সরকার।