প্রধানমন্ত্রী মোদীর আশপাশের লোকেরাই দেশের শান্তির বাতাবরণ নষ্ট করছেন বলে আমজাদ আজ অভিযোগ করেন। লখনউয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘মোদী’জির আশপাশে কিছু লোক রয়েছেন, যাঁরা যা খুশি তা-ই বলেন, যা ইচ্ছে তা-ই করেন। এঁদের থামাতে হবে মোদী’জিকে।’’
হিন্দু-মুসলিমদের পারস্পরিক নির্ভরতা ভারতের ‘শক্তি’ বলে মনে করেন এই সরোদশিল্পী। তাঁর কথায়, ‘‘আমার সরোদ কে তৈরি করেন? হেমেন্দ্র চন্দ্র সেন। তিনি যদি ভাল যন্ত্র তৈরি না করেন, আমি কেমন করে বাজাব?’’
মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে পুরস্কার ফেরানোর ঘটনাকেও সমর্থন করেছেন আমজাদ। তিনি বলেন, ‘‘ওঁরা (যাঁরা পুরস্কার ফেরাচ্ছেন) পাগল নন। সরকারকে দেখতে হবে, কেন এমন হচ্ছে।’’ আমজাদ নিজে কি পদ্মবিভূষণ ফেরানোর কথা ভাবছেন? তাঁর জবাব, ‘‘পরিস্থিতির উপর নজর রাখছি।’’
পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত সমর্থন করেছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুরও। আজ দিল্লির কনস্টিটিউশন হলে ভিডিও কনফারেন্সে তাঁর বক্তব্য, ‘‘গত এক বছর ধরে যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে, তা সংবিধানের পরিপন্থী।’’ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নাইটহুড’ ফেরানোর প্রসঙ্গ টেনে তিনি ‘চিত্ত যেথা ভয়শূন্য...’ আবৃত্তিও করেন।