শনিবার থেকে রেলের নিয়মে চালু হল একগুচ্ছ নতুন নিয়ম। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ তৎকাল টিকিট সংক্রান্ত নিয়মাবলী। একই সঙ্গে জিএসটি চালু হওয়ার কী কী প্রভাব রেলযাত্রায় পড়বে, জেনে নিন তাও—
• ১ জুলাই থেকে রেলের তৎকাল টিকিট বাতিল করলে ৫০ শতাংশ দাম ফেরত পাওয়া যাবে। এতদিন কোনও টাকাই ফেরত দিত না রেল।
• তৎকাল টিকিট কাটার সময়েও বদল হচ্ছে। এখন থেকে এসি কোচে যাত্রার জন্য সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত তৎকাল টিকিট কাটা যাবে। স্লিপার কোচের জন্য বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে টিকিট কাটা যাবে।
• এবার ইংরেজি এবং হিন্দি ছাড়াও অন্যান্য অনেক ভাষায় টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা।
• সুবিধা (বিশেষ) ট্রেনগুলিতে এবার থেকে কোনও ওয়েটিং লিস্ট টিকিট দেওয়া হবে না। শুধুমাত্র আরএসি এবং কনফার্মড টিকিট দেওয়া হবে।
• ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগেও আরএসি টিকিট বাতিল করা যাবে।
• রাজধানী এবং শতাব্দী ট্রেনগুলিতে কোচের সংখ্যা বাড়ছে। রাজধানী, শতাব্দীতে পেপারলেস টিকিট চালু হচ্ছে। এই ট্রেনগুলিতে শুধুমাত্র মোবাইল টিকিট দেওয়া হবে।
• বিশেষ বা ‘সুবিধা’ ট্রেনগুলিতেও টিকিট বাতিল করলে অর্ধেক ভাড়া ফেরত পাবেন যাত্রীরা।
জিএসটি চালু হওয়ার পরে অবশ্য এসি কোচ বা ট্রেনে যাত্রা করার জন্য যাত্রীদের অতিরিক্ত কর দিতে হবে। কারণ এই ধরনের টিকিটে এতদিন ৪.৫ শতাংশ পরিষেবা কর নেওয়া হত। এবার থেকে তা বেড়ে হচ্ছে পাঁচ শতাংশ।
রেলমন্ত্রী সুরেশ প্রভু জানিয়েছেন, জিএসটি চালু হলেও মেল, এক্সপ্রেস ট্রেনগুলির স্ট্যান্ডার্ড মিল আইটেমগুলিতে জিএসটি-র কোনও প্রভাব পড়বে না। স্টেশনের স্থায়ী দোকানগুলি থেকে এই ধরনের মিল কিনলেও অতিরিক্ত কোনও দাম দিতে হবে না। বাড়বে না ‘রেল নীর’ জলের বোতলের দামও।