প্রত্যাশিতভাবেই নরেন্দ্র মোদীর প্রবল সমালোচক দলের সাংসদ শত্রুঘ্ন সিংহকে লোকসভা ভোটে টিকিট দিল না বিজেপি। শত্রুঘ্নের আসন পটনা সাহিব থেকে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে প্রার্থী করছে দল।
এ দিনই বিহারের চল্লিশটি লোকসভা আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে এনডিএ। চল্লিশটির মধ্যে বিজেপি এবং এবং নীতীশ কুমারের দল জেডিইউ সতেরোটি করে আসনে লড়ছে। ছ’টি আসনে লড়ছে রামবিলাস পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টি।
বিজেপি-র সাংসদ হওয়া সত্ত্বেও বার বার নরেন্দ্র মোদী, অমিত শাহের নীতি নিয়ে সরব হয়েছেন শত্রুঘ্ন। এমন কী, কলকাতায় তৃণমূলের ব্রিগেড সমাবেশের মঞ্চে হাজির হয়েও নরেন্দ্র মোদীর সমালোচনা করেছিলেন তিনি। এর পরে যে তাঁকে দল প্রার্থী করবে না, তা বোধহয় শত্রুঘ্নও জানতেন। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, সম্ভবত কংগ্রেসের হয়ে এবার ফের নির্বাচনী লড়াইতে নামতে পারেন ‘বিহারীবাবু’। রাহুল গাঁধীর দল তাঁকে সেই সুযোগ দেয় কি না, সেটাই এখন দেখার।