স্বাধীনতা দিবসের আগেই সস্তায় বড়সড় অফার নিয়ে এল টেলিকম সংস্থা বিএসএনএল। বিএনএনএল ‘ছোটা প্যাক’ বলে এই নতুন অফারে গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে বিপুল ডেটা।
এয়ারটেল, জিও, ভোডাফোন ও আইডিয়াকে টক্কর দিতে বড়সড় চমক দিল বিএসএনএল। ৯ ও ২৯ টাকার নতুন প্ল্যান এনেছে টেলিকম সংস্থা। ২৯ টাকার প্যাকটির বৈধতা ৭ দিনের। প্রতিদিন মিলবে ২ জিবি করে ডেটা। অগস্টের ২৫ তারিখ পর্যন্ত চলবে এই অফার। তার পর থেকে ২৯ টাকার অফারটিতে দৈনিক ১ জিবি করে ডেটা ও প্রতিদিন ৩০০টি করে মেসেজ পাঠানোর সুযোগ থাকছে।
বিএসএনএলের ৯ টাকার প্ল্যানটির বৈধতা একদিনের। ২ জিবি ডেটা এবং ১০০ মেসেজ করার সুবিধে মিলবে এই অফারে। দিল্লি ও মুম্বইতে এই অফারে মিলবে আনলিমিটেড কলের সুবিধা।
তবে শুধু এটাই নয়, এর সঙ্গে ১৪, ১৯ ও ৪০ টাকার আরও বেশ কিছু অফার এনেছে বিএসএনএল।