লোকসভা ভোটের আগে অযোধ্যা মামলা নিয়ে বড় পদক্ষেপ নিল নরেন্দ্র মোদী সরকার। অযোধ্যায় বিতর্কিত জমির বাইরে ৬৭ একর অবিতর্কিত জমির মালিকানা জমির মালিকদের ফিরিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাল কেন্দ্রীয় সরকার।
অযোধ্যায় মোট ২.৭৭ একর জমি নিয়ে মূল বিতর্ক। ১৯৯১ সালে এই বিতর্কিত জমির আশপাশে ৬৭ একর জমি অধিগ্রহণ করেছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার। এই জমির উপর বর্তমানে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী স্থিতাবস্থা বজায় রয়েছে। সেই স্থিতাবস্থা তুলে নিয়ে ওই ৬৭ একর জমি তার মালিকদের ফিরিয়ে দেওযার জন্যই আদালতের কাছে আবেদন জানাল কেন্দ্র। সরকারের এই পদক্ষেপে স্বাগত জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। তাদের মতে, সরকার এবার সঠিক পদক্ষেপ নিয়েছে।
শীর্ষ আদালতে দায়ের করা আর্জিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, রাম জন্মভূমি ট্রাস্টের দাবি মেনেই অবিতর্কিত জমি তাদের মালিকদের ফিরিয়ে দেওয়ার আবেদন করা হচ্ছে।
এ দিনই শীর্ষ আদালতে অযোধ্যা মামলার রায় ঘোষণার কথা ছিল। কিন্তু বিচারপতি এস এ বোবদে-র অসুস্থতার কারণে শুনানির দিন ফের দিন পিছিয়ে যায়। সে দিনই কেন্দ্রীয় সরকারের এই নতুন আর্জিতে রাজনৈতিক মহলেও জোর চাঞ্চল্য তৈরি হয়েছে।