চাকরিজীবীদের পিএফ-এ সুদের হার কমবে না। শীঘ্রই দেশের সব চাকরিজীবীদের জন্য সুখবর শোনাবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। এমনই রিপোর্ট প্রকাশিত হয়েছে। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের দাবি, সুদের হার এক রাখতে ইপিএফও শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিতে চলেছে।
এখন পিএফ-এ সুদ মেলে ৮.৬৫ শতাংশ হারে। এই সুদের হার কমে যাবে বলে কিছু দিন ধরেই জল্পনা চলছে। ইতিমধ্যেই সুদের হার ০.১৫ শতাংশ কমেছে। ২০১৩-২০১৪ এবং ২০১৪-২০১৫ আর্থিক বছরে এই ক্ষেত্রে সুদের হার ছিল ৮.৭৫ শতাংশ। এর পরে ২০১৫-২০১৬ আর্থিক বছরে তা বেড়ে হয় ৮.৮ শতাংশ। এর পরে ২০১৬-২০১৭ সালে সুদের হার কমে হয় ৮.৬৫ শতাংশ।
যাতে নতুন করে আর সুদের হার কমাতে না হয়, তার জন্য ইপিএফও শেয়ার বিক্রি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। খবরে প্রকাশ, ২০০০ কোটি টাকার শেয়ার বিক্রি করবে ইপিএফও। যা থেকে অতিরিক্ত ৮৫০ কোটি টাকা আয় হবে। এই অতিরিক্ত ৮৫০ কোটি টাকার ভরসাতেই আগামী আর্থিক বছরে সুদের হার না কমানোর ভাবনা রয়েছে।