১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। গণনা ২০ জুলাই। জুলাই মাসের তৃতীয় সোমবার সকাল ১১ টা থেকে দেশের সব রাজ্য ভোগ গ্রহণ শুরু হবে। চলবে বিকেল নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ১৪ জুন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন।
২৪ জুলাই শেষ হচ্ছে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কার্যকাল। তার মধ্যেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। বুধবার দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি।
ভারতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য যে নিয়ম তাতে ভোট দানের অধিকার দেশের সমস্ত সাংসদ ও বিধায়কের। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে দেশে মোট সাংসদ সংখ্যা ৭৭৬ আর বিধায়ক সংখ্যা ৪,১০২। প্রতিটি ভোটের আবার আলাদা আলাদা মূল্য রয়েছে।
১৯৭৪ সালের নির্বাচন আইন অনুসারে যে হিসেব তাতে প্রত্যেক সাংসদের ভোটের মূল্য ৭০৮। তবে বিধায়কদের ভোটের মূল্য সংশ্লিষ্ট রাজ্যের জনসংখ্যা অনুসারে ঠিক হয়। সবথেকে বেশি মূল্যবান উত্তরপ্রদেশের একজন বিধায়কের ভোট। প্রতিটির মূল্য ২০৮। অন্য দিকে সিকিমে বিধায়কদের একটি ভোটের মূল্য ৭। দেশের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশে বিপুল ভোটে জয় বিজেপিকে যে শক্তি এনে দিয়েছে তাতে রাষ্ট্রপতি নির্বাচনেও বিজেপি তথা এনডিএ বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে।