সঙ্গিনীকে নিয়ে সাঁতরে চলেছে হাতি। পার হয়ে যাচ্ছে কেরালার পেরিয়ার নদী। স্যোশাল মিডিয়ায় আপাতত ভাইরাল এই ভিডিও। আপলোডের এক দিনের মধ্যেই নেটিজেনদের মধ্যে আগ্রহ বেড়েছে এই ভিডিওটিকে নিয়ে। এক আইএফএস অফিসার মোবাইল বন্দি করেছিলেন এই দৃশ্য। ভিডিওয় দেখা যাচ্ছে, দু’টি হাতি দেহের প্রায় নব্বই শতাংশ জলে নিমজ্জিত রেখে অত্যন্ত ধীর গতিতে সাঁতরে পার হচ্ছে পেরিয়ার নদী।
কেরালায় হাতির দেখা পাওয়াটাই স্বাভাবিক। বিশালাকার হাতি কেরালার পর্যটনের অন্যতম ইউএসপি। কিন্তু মাঝনদীতে হাতির এই অনায়াস সাঁতার অবাক করেছে অনেককেই। বন্যপ্রাণী সংরক্ষণের শত প্রচেষ্টা থাকলেও বিভিন্ন সময়ে বন্যপ্রাণের স্বাধীনতা বিঘ্নিত হয় দেশের বিভিন্ন প্রান্তে। তাদের গতিবিধি মোবাইলবন্দি করা বা সেলফি তোলার উন্মাদনায় একাধিক দুর্ঘটনারও নজির রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি আধিকারিক পরভিন কাসওয়ানের তোলা এই ভিডিও নেটিজেনদের শুধু মুগ্ধই করেনি, বরং শিক্ষাও দিয়েছে। নিরাপদ দূরত্বে থেকে এবং বন্যপ্রাণের ব্যাক্তিগত পরিসরে কোনও রকম বিঘ্ন না ঘটিয়েও কীভাবে সাক্ষী থাকা এমন এক মনোরম দৃশ্যের, তা দেখিয়েছেন এই সরকারি অফিসার।
এই ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্টে আপলোড করার পরে নেটিজেররা শুধু ভিউ-ই বাড়াননি, সঙ্গে শেয়ার করেছেন নিজের নিজের অভিজ্ঞতাও। অনেকেই রিটুইটে নিজের তোলা ছবি বা ভিডিও পাঠিয়েছেন। বেশ দূর্লভ এই ভিডিওটি শেয়ার করার জন্য অনেকে ধন্যবাদও জানিয়েছেন পরভিনকে।
For a better #morning. An #Elephant family happily swimming across the #Periyar river. In spite of their heavy body #Elephants are excellent swimmers, gives them enough buoyancy. They can swim for hours while using their trunks for snorkeling. Courtesy: DFD Periyar TR. pic.twitter.com/EQ1iUpBCtt
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 24, 2019