শুধুই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নন, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও সব রাজ্যের রাজ্যপালদের বেতন বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার।
বাজেট বক্তৃতাতেই অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেন, রাষ্ট্রপতির বেতন বেড়ে হবে ৫ লাখ টাকা, উপরাষ্ট্রপতি পাবেন ৪ লাখ ও রাজ্যপালরা পাবেন ৩.৫ লাখ টাকা প্রতি মাসে।
সাংসদদের বেতন বাড়ানো নিয়ে বারবার সমালোচনার ঝড় উঠেছে। কারণ সাংসদরা নিজেরাই নিজেদের মাইনে বাড়িয়ে নিতে পারেন। বর্তমান আইন সেইরকমই। কিন্তু জনপ্রতিনিধিরা কী ভাবে নিজেরাই নিজেদের বেতন বাড়ান, তা নিয়েই মূলত সমালোচনা হয়ে থাকে।
অর্থমন্ত্রী সেই ব্যবস্থার পরিবর্তন আনছেন। সাংসদদের লাগামছাড়া বেতন এবং অন্যান্য ভাতা নিয়ন্ত্রণে উদ্যোগী হয়ে কেন্দ্রীয় সরকার জানাল, সাংসদদের বেতন এবং অন্যান্য ভাতা ১ এপ্রিল ২০১৮ থেকে বদলাচ্ছে। নতুন আইন আসছে। মুদ্রাস্ফীতির হার অনুযায়ী প্রতি পাঁচ বছরে সাংসদদের বেতন সংশোধিত হবে।