বর এখনও তিনি হননি। তবু এ যেন বরমালা পরার মতোই। আচমকা এমন পরিস্থিতিতে পড়ে চমকে উঠলেন রাহুল গাঁধীও। মুহূর্তেই তা ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
রোড শো করছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। চারপাশেই প্রচুর মানুষের ভিড়। তার মধ্যেই ঘটে গেল ঘটনাটি।
আগামী মাসেই কর্নাটকে বিধানসভা নির্বাচন। জোর কদমে শুরু হয়েছে প্রচার। সেখানে ক্ষমতা ধরে রাখা চ্যালেঞ্জ কংগ্রেসের সামনে। প্রচারের অংশ হিসেবে জন আশীর্বাদ যাত্রা শুরু করেছেন রাহুল নিজেও।
বৃহস্পতিবার তুমাকুরু জেলায় হুডখোলা বাসে চড়ে রোড শো করছিলেন রাহুল। রাস্তার দু’পাশে দাঁড়ানো মানুষের উদ্দেশে হাত নাড়ছিলেন তিনি। তখনই রাস্তায় দাঁড়ানো এক সমর্থক একটি মালা ছুড়ে দেন রাহুলকে লক্ষ্য করে।
সবাইকে অবাক করে সেই মালাটি উড়ে গিয়ে সোজা রাহুলের মাথা গলে গলায় ঝুলে যায়। আচমকা এই ঘটনায় অবাক হয়ে যান রাহুল। ভিড়ের মধ্যে কে মালা ছুড়লেন তা বুঝতে না পারলেও যেদিক থেকে মালাটি উড়ে আসে, সেদিকে ঘুরে হাসিমুখে হাত নাড়তে থাকেন রাহুল।
দেখুন সেই ভিডিও
Karnataka’s got talent! 😉 pic.twitter.com/qkQqaefefe
— Divya Spandana/Ramya (@divyaspandana) 5 April 2018
কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সামলানোর দায়িত্বে থাকা দিব্যা স্পন্দনা এই ভিডিও ক্লিপটি টুইটারে শেয়ার করা মাত্রই তা শেয়ার হতে থাকে। তবে এই ঘটনায় রাহুলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কীভাবে রাহুলের গলায় ওই মালা গিয়ে পড়ল? যদিও রাহুলের ক্ষতি করার উদ্দেশ্যে নিয়ে কেউ ওই মালা ছুড়ত, তাহলে কী হত, তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় কোনও ঘাটতি ছিল কি না, তাও খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।