চালু হচ্ছে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সবার একটাই চিন্তা, প্রয়োজনীয় পণ্যগুলি কিনতে খরচ বাড়বে না কমবে। প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে স্মার্টফোন অন্যতম। এখনও অনেকেরই প্রশ্ন যে, স্মার্টফোনের দাম বাড়বে না কমবে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, প্রথম সারির কয়েকটি স্মার্টফোন কোম্পানি জানিয়েছে যে, জিএসটি শুরু হওয়ার পরে স্মার্টফোনেরর দামের তেমন হেরফের হবে না। এই কোম্পানিগুলির মধ্যে রয়েছে স্যামসাং, জায়ামি, ওপ্পো, জিওনি, ইনটেক্স ও লাভা।
জিওনি-র ম্যানেজিং ডিরেক্টর অরবিন্দ বোহরা এই সংবাদমাধ্যমের কাছে বলেছেন, ‘‘স্মার্টফোনের দামের উপরে কোনও প্রভাব পড়বে না।’’ একই পথে স্যামসাং-ও। ইতিমধ্যেই যে সেটগুলি বাজারে রয়েছে, সেগুলির দাম বাড়বে না বলে জানিয়েছে স্যামসাং। কিন্তু যে ফোনগুলি জিএসটি চালু হওয়ার পরে বাজারে আসতে চলেছে, সেগুলির দাম ৪-৫ শতাংশ বাড়বে বলে জানা গিয়েছে।
নোকিয়াও জানিয়েছে, জিএসটির ফলে তাদের হ্যান্ডসেটগুলির দামের খুব একটা পরিবর্তন হবে না। বিশেষত, সম্প্রতি বাজারে আসা ‘নোকিয়া ৫’ এবং ‘নোকিয়া ৬’-এর দাম যা রয়েছে তা-ই থাকবে বলে জানিয়ে দিয়েছে এই কোম্পানি। যে সমস্ত নতুন হ্যান্ডসেট বাজারে এসে গিয়েছে, সেগুলিকে মোবাইল ফোন রিটেলাররা জিএসটি শুরু হওয়ার আগে থেকেই নিজেদের স্টকে রাখতে শুরু করে দিয়েছিল।
প্রসঙ্গত, ১ জুলাই থেকে জিএসটি চালু হবে বলে, ফ্লিপকার্ট, আমাজন, স্ন্যাপডিলের মতো ই-কমার্স সাইটগুলি স্মার্টফোন-সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের উপরে ব্যাপক ছাড় দিচ্ছিল।