SEND FEEDBACK

Cancel
English
Bengali
Cancel
English
Bengali

জিএসটি চালু মাঝরাতে, আপনার ১৫টি সুবিধা অসুবিধার কথা জানালেন বিশেষজ্ঞ

জুন ৩০, ২০১৭
Share it on
নতুন কর ব্যবস্থা চালু হচ্ছে শুক্রবার মাঝরাত থেকেই। কর বিশেষজ্ঞ তপন মুখোপাধ্যায় জানাচ্ছেন সাধারণ ভাবে কী কী পরিবর্তন আসতে চলেছে সাধারণ মানুষের জীবনে।

বৃহস্পতিবার এবেলা.ইন-এর ফেসবুক পেজে জিএসটি নিয়ে আমরা অসংখ্য প্রশ্ন পেয়েছিলাম। তার মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন জিএসটি কীভাবে সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। তাঁদের জন্য কয়েকটি তথ্য রইল:—

• জিএসটি-র ফলে উঠে যাচ্ছে ৮টি কেন্দ্রীয় সরকারের কর ও ৯টি রাজ্যের কর। এই ১৭টি অপ্রত্যক্ষ করকে একসঙ্গে করে সহজ একটি কর ব্যবস্থা জিএসটি আইনের মাধ্যমে চালু হচ্ছে।

• এই ১৭টি ট্যাক্স উঠে যাওয়ায়, কর প্রদানের ও আদায়ের ব্যবস্থা অনেক সহজ হবে।

• জিএসটি চালু হলে বেশিরভাগ জিনিসের দাম বেড়ে যাবে বলে যে ধারণা রয়েছে অনেকের মধ্যে, তা অনেকটাই শোনা কথা।

• গরিবই হোক বা ধনী, আমরা সবাই এখন জিনিসপত্র কেনার সময়ে বা পরিষেবা উপভোগ করার সময়ে হয় এই ১৭টি কর বা এর মধ্যে কয়েকটি কর এমনিতেই দিয়ে থাকতাম।

• সবসময়ে আমাদের পক্ষে জানা সম্ভব হত না আমরা কী কর দিচ্ছি, কারণ প্যাকেটের উপর এই ১৭টি করের কোনটির উল্লেখ থাকত, কোনওটির থাকত না। 

• জিএসটি চালু হলে আশা করা যায়, কোনও জিনিসের উপর কত শতাংশ কর দিতে হচ্ছে তা পণ্যের প্যাকেটের গায়ে লেখা থাকবে। জিএসটি চালুর ফলে কর ব্যবস্থায় স্বচ্ছতা আসবে বলেই ধরে নেওয়া যায়। 

• ১৮ মে জিএসটি কাউন্সিলের বৈঠকে বেশিরভাগ জিনিসের করের হার ঠিক হয়েছে। 

• জিএসটি-র হার হবে এই রকম— শূন্য, ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ।

• সামান্য কিছু জিনিস যেমন সোনা, গয়না, দামি পাথর এবং ধাতুর উপরে ৩ শতাংশ কর বসছে।

• বেশিরভাগ লাক্সারি জিনিস বা পরিষেবার উপরে ২৮ শতাংশ কর বসবে।

• নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেমন শাক সবজি, তাজা ফল, দুধ বা দুগ্ধজাত দ্রব্য, মাংস, ডিম, চাল, গমের উপরে কোনও কর বসছে না। 

• তবে ফ্রোজেন মাছ-মাংস, ভোজ্য তেল ও মশলার উপর ৫ শতাংশ কর বসবে।

• ড্রাই ফ্রুটস, প্যাকেজড ফল ও শাক সবজি, জুস, ওষুধ, সারের উপর ১২ শতাংশ কর বসবে।

• কনডেন্সড দুধ, মার্জারিন, কনফেকশনারি, জ্যাম, জেলি, আইসক্রিম এর উপরে কর হবে ১৮ শতাংশ।

• চকলেট, ওয়েফারস, ইনস্টান্ট কফি, ঠান্ডা পানীয়, পারফিউম, বিউটি ও মেকআপের সরঞ্জাম, শ্যাম্পু, মাথার তেল, শেভিং ক্রিম, লোশন, ডিওডোরান্ট, পানপরাগের উপরে সবচেয়ে বেশি ২৮ শতাংশ কর বসবে।

পাঠকদের নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর থাকছে পরবর্তী প্রতিবেদনে। নজর রাখুন এবেলা.ইন-এর পাতায়।

(তপন মুখোপাধ্যায়, প্রাক্তন অ্যাডিশনাল কমিশনার, ডিরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্সেস। মতামত লেখকের নিজস্ব।)

Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -