দীর্ঘ দিনের চেনা স্টেশনটা থাকবে, কিন্তু বদলে যাবে নাম। উত্তরপ্রদেশের মুগলসরাই স্টেশনের নামটার আয়ু আর কয়েকদিনের। আগামী ৫ অগস্ট থেকে ওই স্টেশনকে ডাকতে হবে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন’ নামে।
কিছুদিন আগেই রামায়ণ এক্সপ্রেস চালু করার ঘোষণা করেছে রেল। এটাকে অনেকে রেলের গৈরিকীকরণ বলে অভিযোগ তুলেছে। তারও আগের ঘোষণা মতো এবার নয়া গৈরিকীকরণ হতে চলেছে ঐতিহাসিক মুগলসরাই স্টেশনে। নামবদল অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রেলমন্ত্রী পীযূষ গয়াল।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়।
কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র আদি সংগঠন জনসঙ্ঘের অন্যতম প্রধান নেতা ছিলেন দীনদয়াল উপাধ্যায়। ১৯১৬ সালে জন্মগ্রহণ করেন দীনদয়াল। সদ্যই শেষ হয়েছে তাঁর জন্ম শতবর্ষ। দীনদয়ালের উত্তরসূরি নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথরা এবার গুরুপ্রণাম দিতে মুগলসরাই স্টেশনের নাম দিচ্ছেন, ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন’। উল্লেখ্য, ১৯৬৮ সালে এই স্টেশনেই রহস্যজনক ভাবে মৃত্যু হয় দীনদয়াল উপাধ্যায়ের।
বাঙালির প্রিয় মুগলসরাই।
রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্র, তারাশঙ্কর, সত্যজিৎ-এর হাত ধরে বাংলা সাহিত্যে বার বার এসেছে মুগলসরাইয়ের নাম। বহু বাংলা সিনেমাতেও বাঙালির এই প্রিয় স্টেশনের দৃশ্য রয়েছে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তৈরি উত্তরপ্রদেশের সেই মুগলসরাই স্টেশন এবার রয়ে যাবে নস্টালজিয়ায়। বাস্তবে থাকবে— ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন’।