তাদের মাটিতে ভারতীয় বায়ুসেনার হামলার পরে পাকিস্তান যে জবাব দেওয়ার চেষ্টা করবে, তার জন্য প্রস্তুত ভারত। পাকিস্তানের পাল্টা জবাব দেওয়ার প্রাথমিক চেষ্টাই অবশ্য ব্যর্থ করে দিল ভারতীয় সেনা। গুজরাতের কচ্ছে পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামাল ভারতীয় সেনা।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভোররাতে পাক মাটিতে ভারতীয় হানার পরেই ভারত সীমান্তে হাই-অ্যালার্ট জারি করা হয়। সেই মতো পাক জবাবের জন্য তৈরিই ছিলেন ভারতীয় সেনা জওয়ানরা। সেই মতো এ দিন ভোর সাড়ে ছ’টা নাগাদ গুজরাতের কচ্ছে ভারত-পাক সীমান্তে একটি পাক ড্রোন উড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গে সেটিকে গুলি করে নামায় ভারতীয় সেনা।
ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ড্রোন ভারতের উপরে নজরদারির জন্যই সম্ভবত পাঠিয়েছিল পাকিস্তান। চিন থেকে এমন অনেক ড্রোনই পাকিস্তানকে দেওয়া হয়েছে।