পাক যুদ্ধবিমান গুলি করে নামাল ভারত, ভেস্তে গেল বদলার চেষ্টা
নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৯:৪১ | শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৪:৩৯
এ দিন সকালেই কাশ্মীরের নৌশেরাতে তিনটি পাক এফ সিক্সটিন যুদ্ধবিমান ঢুকে পড়ে বলে খবর পাওয়া যায়।
পাক যুদ্ধবিমানকে ধ্বংস করল ভারতীয় সেনা। প্রতীকী চিত্র, ছবি- শাটারস্টক
ভারতের আকাশে ঢুকে পড়া পাকিস্তানের একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমানকে ধ্বংস করল ভারতীয় বায়ুসেনা। ভারতের বিমানহানার জবাব দিতে গিয়ে প্রথমেই ধাক্কা খেল পাকিস্তানের প্রয়াস।
এ দিন সকালেই কাশ্মীরের নৌশেরাতে তিনটি পাক এফ সিক্সটিন যুদ্ধবিমান ঢুকে পড়ে বলে খবর পাওয়া যায়। সজাগ বায়ুসেনা আকাশপথে পাকিস্তানি বিমানগুলিকে ধাওয়া করে। একই সঙ্গে নীচ থেকে সেনাবাহিনীও পাক যুদ্ধবিমানকে লক্ষ্য করে গোলাগুলি ছুড়তে থাকে। পালানোর সময় পাল্টা বোমা বর্ষণ করতে থাকে পাক বিমানটি। কিছুক্ষণের মধ্যেই নৌশেরাতে লাম ভ্যালিতে ভেঙে পড়ে পাক যুদ্ধ বিমানটি।
এই বিষয়ে অন্যান্য খবর
ভারতীয় সীমার মধ্যে তিন কিলোমিটার মতো ঢুকতে পেরেছিল পাক যুদ্ধবিমানটি। তাতেও অবশ্য কাজ হয়নি। যুদ্ধ বিমানটি ভেঙে পড়লেও তার পাইলটের এখনও খোঁজ পাওয়া যায়নি। জানা গিয়েছে ভেঙে পড়া বিমানটির পাইলটকে প্যারাশ্যুটে করে নামতে দেখা গিয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।